ক্রীড়া ডেস্ক

  ১০ ডিসেম্বর, ২০২৪

ফুটবলকে বিদায় বললেন নানি

নিজের পুরোনো ক্লাব স্পোর্তিংয়ের বিপক্ষে লড়াই হয়ে থাকল নানির শেষ ম্যাচ। ৩৮ বছর বয়সে ফুটবলকে বিদায় বললেন পর্তুগাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক উইঙ্গার। সামাজিক মাধ্যমে নিজেই প্রায় দুই দশকের খেলোয়াড়ি জীবনের ইতি টানার ঘোষণা দেন নানি। ‘বিদায় বলার সময় এসেছে। পেশাদার খেলোয়াড় হিসেবে আমি নিজের ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি’।

এটা ছিল বিস্ময়কর এক যাত্রা। যারা প্রায় ২০ বছর দীর্ঘ ক্যারিয়ারে আমাকে সমর্থন করেছেন, উত্থান ও পতনের সময় আমাকে সমর্থন করেছেন এবং অনেক অবিস্মরণীয় স্মৃতি উপহার দিয়েছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। নতুন পাতা উল্টানোর এবং নতুন লক্ষ্য ও স্বপ্নের দিকে মনোযোগী হওয়ার সময় এসেছে। শিগগির দেখা হবে। ২০০৭ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ইউনাইটেডে যোগ দেন নানি। প্রথম বছরেই জেতেন চ্যাম্পিয়ন্স লিগ। ওল্ড ট্র্যাফোর্ডে কাটানো ৮ মৌসুমে ৪টি প্রিমিয়ার লিগ ও ২টি লিগ কাপ জেতেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close