ক্রীড়া ডেস্ক

  ০৯ ডিসেম্বর, ২০২৪

বায়ার্নের জয়, জুভদের ‘শনির দশা’

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ পাঁচ ঘরোয়া লিগে এখন পর্যন্ত অপরাজিত আছে তিনটি দল তথা বায়ার্ন মিউনিখ, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও জুভেন্টাস। কিন্তু প্রথম দুটি দলের সঙ্গে জুভদের ব্যবধান বিস্তর। বায়ার্ন মিউনিখ এবং পিএসজি তাদের লিগ টেবিলের শীর্ষে থাকলেও জুভেন্টাস নেই সেরা পাঁচেও!

ইতালিয়ান সিরি-এ লিগের চলতি মৌসুমে জুভেন্টাস কোনো ম্যাচ হারেনি এটা ঠিক। কিন্তু ১৫ ম্যাচের ৯টিতেই ড্র করেছে তুরিনের বুড়িরা। সর্বশেষ গত শনিবার রাতে ঘরের মাঠে বোলোনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিগের ইতিহাসে সবচেয়ে সফল দলটি। সিরি-এ লিগে এ নিয়ে টানা তিন ম্যাচে ড্র করল সাবেক চ্যাম্পিয়নরা। জুভদের ড্রয়ের রাতে জয়ে ফিরেছে ফেভারিট বায়ার্ন। জার্মান বুন্দেসলিগায় ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় হেডেনহেইমের বিরুদ্ধে বেভারিয়ান ক্লাবটির জয় ৪-২ গোলে। চোট নিয়ে মাঠের বাইরে থাকা দলের সেরা তারকা হ্যারি কেনের অভাবটা টেরই পেল না তারা। স্বাগতিকদের দারুণ জয়ের নায়ক জামাল মুসিয়ালা। করেন জোড়া গোল।

জামাল দুটি গোলই পেয়েছেন ম্যাচের দ্বিতীয় ভাগে। এর আগে ডিফেন্ডার উপমেকানোর গোলের ওপর দাঁড়িয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন। বিরতি থেকে ফিরেই তিন গোল করে স্বাগতিকরা। ৮৪ মিনিটে ম্যাচের শেষ গোলটি লিয়ন গোরেৎস্কার। দ্বিতীয়ার্ধে হেডেহেইমের হয়ে সান্ত¡নার গোল দুটি করেন হোনসাক ও ডর্সচ। বুন্দেসলিগার চলতি মৌসুমে এটা বায়ার্ন মিউনিখের দশম জয়। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে ভিনসেন্ট কোম্পানির দল। ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইন্ট্র্যাক্ট ফ্র্যাঙ্কফুর্ট। তিনে থাকা বায়ার লেভারকুসেনের সংগ্রহ ২৬ পয়েন্ট। ড্রয়ের বৃত্ত ভাঙার পর টানা তিন ম্যাচ জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লেভারকুসেন।

জুভেন্টাস আর ড্রয়ের বৃত্ত থেকে বের হতে পারল না। তুরিনের বুড়িদের অবশ্য হারের পালা হয়েছিল। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে এমবাঙ্গুলার গোলের সুবাদে হার ঠেকায় সাদা-কালো শিবির। ৬২ মিনিটে স্বাগতিকদের হয়ে প্রথম গোলটি করেন কুপমেইনার্স। বোলোনার আফসোস, ২ গোলে এগিয়ে থেকেও জিততে পারল না তারা! লিগের চলতি মৌসুমে এটা বোলোনার সপ্তম ড্র। ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তালিকার আটে আছে তারা। তাদের সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও গোল গড়ে এগিয়ে সাতে আছে সাবেক চ্যাম্পিয়ন এসি মিলান। তাদের ওপরে আছে যথাক্রমে জুভেন্টাস (২৭), লাৎসিও (২৮), ফিওরেন্টিনা (২৮), ইন্টার মিলান (৩১), নাপোলি (৩২) ও আটালান্টা (৩৪)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close