ক্রীড়া ডেস্ক
নতুন কোচেও পুরোনো দশা ম্যানইউর
টানা ব্যর্থতার জেরে ৬ সপ্তাহ আগে বরখাস্ত করা হয়েছিল প্রধান কোচ এরিক টেন হাগকে। দায়িত্ব পড়ে আরেক ডাচ কোচ রুদ ফন নিস্টলরয়ের কাঁধে। ভারপ্রাপ্ত কোচের অধীনে টানা ৪ ম্যাচ অজেয় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন প্রধান কোচ আসতেই সরে যেতে হলো নিস্টলরয়কে। তবু সহকারী হিসেবে কোচ হিসেবে থাকার ইচ্ছে ছিল ম্যানইউ।কিংবদন্তির। কিন্তু তাকে রাখতে চাননি রুবেন আমোরিম। নতুন ক্লাবে শুরুটা একেবারে খারাপ হয়নি। পর্তুগিজ কোচের অধীনে প্রথম ম্যাচ ড্র করে ম্যানইউ। পরের ম্যাচে জয়। দুই ম্যাচ পরই কেটে গেল মধুচন্দ্রিমা।
নতুন কোচের অধীনেও পুরোনো দশা ম্যানইউর। আমোরিমের অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ হারল ইতিহাসের সবচেয়ে সফল দলটি। পরশু রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে নটিংহাম ফরেস্টের কাছে ৩-২ গোলে হেরে গেল ম্যানইউ। ইংলিশ লিগে ম্যানইউর মাঠে প্রায় তিন দশকের মধ্যে এটা নটিংহাম ফরেস্টের প্রথম জয়। এ জয়ে লিগ টেবিলের ৫ নম্বরে উঠে এলো তারা। ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট ফরেস্টের। অন্যদিকে লিগের চলতি মৌসুমে এটা রেড ডেভিলসদের ষষ্ঠ তম হার। এ হারের পর টেবিলের ১৩ নম্বরে থাকল ম্যানইউ। প্রথমার্ধের শুরুর দিকেও গোল হজম করেছিল তারা। ম্যাচের দুই মিনিটে ফরেস্টকে লিড এনে দেন মিলেনকোভিচ। ১৮ মিনিটে ম্যানইউ সমতায় ফেরে রাসমুস হাজলান্ডের গোলে। ৪৭ মিনিটে আবারও লিড নেয় নটিংহাম ফরেস্ট। এবার গোল করেন গিবস-হোয়াইট। একটু পরই ব্যবধান বাড়ান ক্রিস উড। ৬১ মিনিটে ফরেস্টকে একটি গোলের শোধ দেন ম্যানইউ অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। কিন্তু হার ঠেকাতে তাও যথেষ্ট ছিল না।
"