ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার পেসারদের তোপে কাঁপছে ভারত
জন্ম, বেড়ে ওঠা, ক্রিকেটের আঙিনায় পথচলার শুরু; ট্রাভিস হেডের সবই অ্যাডিলেডে। এখানেই এবার আরেকটি চমৎকার ইনিংস উপহার দিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ঘরের ছেলের ওয়ানডে ঘরানার সেঞ্চুরিতে দেড়শ ছাড়ানো লিড পেল অস্ট্রেলিয়া। পরে পেসারদের দারুণ বোলিংয়ে ভারতকে চেপে ধরল তারা। অ্যাডিলেড ওভালে দিন-রাতের টেস্টে গতকাল শনিবার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ৩৩৭ রানে। ভারতকে ১৮০ রানে গুটিয়ে দেওয়া দলটি পায় ১৫৭ রানের লিড। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামা সফরকারীরা ৫ উইকেটে ১২৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে। পিছিয়ে আছে ২৯ রানে।
পার্থে তার দল হারলেও ব্যাটিংয়ে অবদান রেখেছিলেন ট্রেভিস হেড। বাঁহাতি এই ব্যাটার দারুণ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে সিরিজে ফেরার রাস্তা করে দিলেন। তার ইনিংসে ভর করে দেড়শ ছাড়ানো লিড পেয়ে গেল স্বাগতিক দল। অ্যাডিলেডে দিবারাত্রির গোলাপি বলের টেস্টে প্রথম ইনিংসে ৩৩৭ রান করে অস্ট্রেলিয়া, লিড পায় ১৫৭ রানের। দলকে শক্ত জায়গায় নিতে আগ্রাসী মেজাজে ১৪১ বলে ১৪০ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন হেড। ১৭ চারের সঙ্গে মারেন ৪ ছক্কা।
"