ক্রীড়া ডেস্ক
বায়ার্নের রাজত্ব গুঁড়িয়ে দিল লেভারকুসেন
![](/templates/web-ps/images/news-logo.jpg?v=4)
বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্ব গুঁড়িয়ে দিয়ে গত মৌসুমে জার্মান বুন্দেসলিগার প্রথম শিরোপা জিতেছে বায়ার লেভারকুসেন। এ মৌসুমে লিগের নিয়ন্ত্রণ অবশ্য বায়ার্নের হাতে। কিন্তু তাদের ট্রেবল জয়ের স্বপ্ন শেষ করে দিল সেই লেভারকুজেন। গত মঙ্গলবার রাতে জার্মান কাপের শেষ ষোলো থেকে বায়ার্ন মিউনিখকে ছিটকে দিয়েছে জাবি আলোনসোর দল। অ্যালিয়েঞ্জ এরিনায় গিয়ে বাভারিয়ানদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে লেভারকুসেন। হারা ম্যাচটা বড় দুঃস্বপ্ন হয়ে থাকল ম্যানুয়েল ন্যুয়ারের জন্য।
পেশাদার ফুটবল ক্যারিয়ারে প্রথমবারের মতো এদিন লাল কার্ড দেখলেন বায়ার্ন মিউনিখ গোলরক্ষক। ম্যাচের শুরুতেই স্বাগতিকদের বিপদে ফেলেন জার্মান শেষ প্রহরী। ১৭ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কার হন ন্যুয়ার। ১০ জনের বায়ার্ন স্বাভাবিকভাবেই পেরে ওঠেনি। একজন কম নিয়েই অবশ্য দাঁতে দাঁত চেপে লড়াই করেছে বায়ার্ন মিউনিখ। তাদের আঁটসাঁট রক্ষণে ফাটল ধরাতে লেভারকুজেনকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। অবশেষে ম্যাচের ৬৯ মিনিটে স্বস্তির গোলের দেখা পায় আলোনসোর দল। জয়সূচক গোল করেন নাথান টেলা।
গোলটার আর শোধ দিতে পারেনি বায়ার্ন মিউনিখ। তাদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লেভারকুজেন। হারের পর শিষ্যদের লড়াকু মানসিকতায় মুগ্ধ হয়েছেন বায়ার্ন প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি। ম্যাচ শেষে শিষ্যদের জন্য প্রশংসার ঝাঁপি খুলে দিয়েছেন বেলজিয়ান কোচ। সংবাদ সম্মেলনে কোম্পানি বলেছেন, ‘ন্যুয়ারের লাল কার্ড ম্যাচে বড় প্রভাব ফেলেছে। কিন্তু আমাকে অবশ্যই বলতে হচ্ছে, (খেলোয়াড়ি) ক্যারিয়ারে আমি অনেক ম্যাচ খেলেছি ১০ জনের দল নিয়ে। কিন্তু এ দলটার মতো এমন লড়াকু মানসিকতা আর দেখিনি। ফুটবলে এমনটা হতেই পারে। খেলোয়াড়রা যেভাবে খেলেছে সেটি এককথায় অসাধারণ।’
"