ক্রীড়া প্রতিবেদক

  ০৪ ডিসেম্বর, ২০২৪

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

শ্রীলঙ্কার কাছে নাটকীয় হার যুবাদের

শেষ ৬ বলে ১০ রান প্রয়োজন ছিল, হাতে ছিল ১ উইকেট। বাংলাদেশের হয়ে চেষ্টা করেছিলেন ফরিদ হাসান। তবে হার রুখতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭ রানে হেরেছেন টাইগার যুবারা। গ্রুপসেরা না হতে পারলেও বাংলাদেশ আগেই নিশ্চিত করেছে শেষ চার।

দুই দলেরই গ্রুপসেরা হওয়ার লড়াই ছিল। এশিয়া কাপের গ্রুপ ‘বি’ থেকে আগেই দুটি করে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুবাইয়ে গতকাল মঙ্গলবার ছিল শীর্ষ বাছাইয়ের লড়াই। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বোলিংয়ে কাজ এগিয়ে রেখেছিল বাংলাদেশ। তবে ব্যাটাররা শেষ অবধি দায়িত্ব পালন করতে পারেননি। ব্যাট করতে নেমে লঙ্কানরা ৪৯.২ ওভারে ২২৮ রান তুলতেই অলআউট হয়। বিমাথ দিনসারার ব্যক্তিগত সেঞ্চুরিতে আসে লঙ্কানদের চ্যালেঞ্জিং পুঁজি। ১০৬ রানের ক্যামিও ইনিংস খেলেন বিথাম। বাকিদের কেউই পায়নি ভালো সংগ্রহ। লঙ্কান যুবাদের দেওয়া লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ২২১ রানের বেশি তুলতে পারেনি।

শুরুটা ভালোই করেছিল টাইগার যুবারা। তবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যোতে পারেনি। তবে প্রথম দুই ম্যাচ জেতায় যুব এশিয়া কাপের সেমিফাইনালে যেতে বাধা নেই বাংলাদেশের। এশিয়া কাপের এ গ্রুপের শীর্ষ দলের বিপক্ষে লড়বে টাইগার ব্রিগেড। সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে ওই গ্রুপের সেরা দল পাকিস্তান। গতকাল দুবাইয়ে ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পান যুব টাইগাররা। কালাম সিদ্দিকী ও জাওয়াদ আবরারের উদ্বোধনী জুটি ভাঙে ৫২ রানে। ব্যক্তিগত ২৪ রানে জাওয়াদের বিদায় নেন রানআউট হয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

অধিনায়ক আজিজুল (৮) এবং মোহাম্মদ শিহাব জেমস (৬) দুজনেই বিদায় নেন দ্রুত। ৯৮ রানে ৩ উইকেট হারানো যুব টাইগারদের পথ দেখান কালাম-দেবাশীষ দেবা জুটি। দুজন মিলে ৭৪ রানের জুটি গড়েন। ছন্দপতন হয় কালামের বিদায়ে। ১৩৪ বলের ইনিংসে তিনি ৫ রানের আক্ষেপে পোড়েন। ৮টি চার ও ১টি ছক্কায় ৯৫ রান করেন কালাম। বাকি সময়ে খেলায় ফিরতে পারেনি বাংলাদেশ। দেবা করেছেন ৩২ রান। টেলএন্ডারে নেমে ২৪ রানে অপরাজিত ছিলেন ফরিদ। তবে দলকে জেতাতে পারেননি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close