ক্রীড়া ডেস্ক

  ০২ ডিসেম্বর, ২০২৪

ডর্টমুন্ডের কাছে জয়রথ থামল বায়ার্নের

টানা ৭ ম্যাচ জয়ের পর বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ড্র করল বায়ার্ন মিউনিখ। শেষ মূহূর্তের গোলে কোনোমতে হার এড়িয়ে সমতা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাভারিয়ানদের।

বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি ডর্টমুন্ডকে নিয়ে আগে থেকেই সতর্ক করেছিলেন শিষ্যদের। ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে শেষ মূহূর্তে জামাল মুসিয়ালার গোলে হার এড়ায় বায়ার্ন। পরশু রাতে বুন্ডেসলিগার ম্যাচে বায়ার্ন মিউনিখকে আতিথেয়তা দেয় বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচের শুরু থেকে মাঠে উত্তাপ ছড়াতে দেখা যায় দুই দলকে। গোলকিপার গ্রেগর কোবেল সতীর্থের ব্যাকপাস ঠিকভাবে বুঝে উঠতে না পেরে একটুর জন্য গোল থেকে বেঁচে যায় ডর্টমুন্ড। প্রথম ১৫ মিনিটে বলের দখলে এগিয়ে যায় বায়ার্ন।

সিগনাল ইদুনা পার্কে প্রথমার্ধের ২৭ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড জেমি গিটেনস এগিয়ে দেয় দলকে। নিকো শ্লোটারবেক মাঝমাঠ থেকে বল পেয়ে তা বাড়িয়ে দেয় বক্সে থাকা গিটেনসের দিকে। তার কোনাকুনি শটে বাভারিয়ান গোলকিপার ম্যানুয়েল নয়্যার পরাস্ত হলে এগিয়ে যায় ডর্টমুন্ড। পিছিয়ে পড়ার ছয় মিনিট পর আরেকটি দুঃসংবাদ শুনতে হয় বায়ার্নের। ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনের মাঠ ছাড়তে হয় চোট নিয়ে। ম্যাচের ৩৭তম মিনিটে লক্ষ্যভ্রষ্ট হয় টমাস মুলারের হেড। বিরতির আগে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি বায়ার্ন। তবে বিরতির পর নিজেদের কিছুটা খুঁজে পায় ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।

৫৯তম মিনিটে জামাল মুসিয়ালা ডান পায়ের দারুণ এক শট নিলেও সেটিও চলে যায় লক্ষ্যের বাইরে। ২ মিনিট পর ভক্তদের হতাশ করে বক্সের ভেতর থেকে আরো একটি সুযোগ মিস করেন লেরয় সানে। ম্যাচের দ্বিতীয়ার্ধে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি ডর্টমুন্ড। ১ গোলে এগিয়ে থেকে রক্ষণাত্মক খেলা শুরু করলে তার মাশুল গুনতে হয় নুরি সাহিনের শিষ্যদের। ৮৫তম মিনিটে বক্সের বাইরে মাইকেল ওলিসের ক্রস খুঁজে নেয় জামাল মুসিয়ালাকে। এবার আর ভক্তদের হতাশ না করে হেড থেকে জালে বল জড়াতে সক্ষম হন মুসিয়ালা। চলতি মৌসুমে লিগে এটি তার সপ্তম গোল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close