ক্রীড়া ডেস্ক

  ০১ ডিসেম্বর, ২০২৪

অ্যাডিলেডে ল্যাবুশেনকে বাদ দিতে বলছেন জনসন

৬ ম্যাচ, ২৪৫ রান, ২৪.৫০ গড় এবং ২ হাফ সেঞ্চুরি! ধারাবাহিক পারফরম্যান্সের প্রতীকী চিত্র হয়ে ওঠা মার্নাশ ল্যাবুশেনের চলতি বছর একেবারে হতাশায় মোড়ানো। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের পর ভারতের বিপক্ষে প্রথম টেস্টেও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। পার্থে ভারতের পেসারদের বিপক্ষে প্রথম ইনিংসে বেশ খানিকটা সময় টিকে থাকলেও নিজের সাবলীল ব্যাটিং করতে পারেননি ল্যাবুশেন।

প্রথম ইনিংসে ৫২ বলে ২ রানে আউট হওয়া ডানহাতি ব্যাটার দ্বিতীয় ইনিংসে ফিরেছেন ৩ রানে। চলতি বছরে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করেছেন এমন ব্যাটারদের তালিকায় অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন ও মিচেল মার্শদেরও পেছনে তিনি। তিনে নেমে এমন অধারাবাহিক পারফরম্যান্সের জন্য দ্বিতীয় টেস্টে ল্যাবুশনকে ছাড়াই খেলতে নামবেন

বলছেন মিচেল জনসন। অস্ট্রেলিয়ার সাবেক পেসার জানান, বলির পাঁঠা বানাতে নয় বাজে ধারাবাহিক পারফরম্যান্সের জন্যই এমন সিদ্ধান্ত নিতে বলছেন।

এ প্রসঙ্গে নাইটলিতে জনসন লিখেছেন, ‘লম্বা সময় ধরে মার্নাশ ল্যাবুশেনের ব্যাটে রান থাকায় অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে তার জায়গায় অন্য কাউকে খেলানো উচিত। পার্থে হারের জন্য কাউকে মূল্য দিতে হচ্ছে ব্যাপারটা এমন নয়। এটি আপনাকে দেশের হয়ে চাপ থেকে দূরে থাকতে কিছু শেফিল্ড শিল্ড এবং ক্লাব ক্রিকেট খেলার সুযোগ করে দেবে। আমার মনে হয় জসপ্রিত বুমরাহ এবং বাকি পেসারদের বিপক্ষে টিকে থাকার চেষ্টা করার চেয়ে সেটা ভালো হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close