ক্রীড়া ডেস্ক
হামজাদের নতুন কোচ নিস্টলরয়
গত ২৪ নভেম্বর খবরটি জানিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ ও লেস্টারসিটি নিউজ। চেলসির কাছে আগের দিন লেস্টারের ২-১ গোলে হারের পর মাত্র ৫ মাসেই কোচের পদ থেকে ছাঁটাই হন স্টিভ কুপার। এরপর টেলিগ্রাফ এবং লেস্টার সিটিকেন্দ্রিক সংবাদমাধ্যম লেস্টারসিটি নিউজ জানিয়েছিল, কুপার তার মেয়াদে ক্লাবের বিভিন্ন খেলোয়াড়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন। তাদের মধ্যে আছেন ইয়ানিক ভেস্তারগার্দ, হ্যারি উইঙ্কস ও হামজা চৌধুরী।
শুধু তাই নয়, ডেনিশ ডিফেন্ডার ভেস্তারগার্ডকে কারণ ছাড়া অনুশীলনেরও বাইরে রেখেছিলেন কুপার। এই ওয়েলশ কোচ ছাঁটাই হওয়ার কয়েকঘণ্টা আগে লেস্টাররা ফুটবলাররা কোপেনহেগেনে পূর্বপরিকল্পিত পার্টিতে যোগ দেন। ডেনিশ মিডিয়া আউটলেট ‘এক্সত্রাব্লাদেত’র প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, লেস্টারের খেলোয়াড়রা সে পার্টিতে ক্লাবের সাবেক কোচ এনজো মারেসকার উদ্দেশে একটি বার্তা দেখাচ্ছেন, ‘এনজো, আই মিস ইউ।’ অর্থাৎ কুপার ছাঁটাই হওয়ার আগেই তার বিরুদ্ধে ‘এককাট্টা’ ছিলেন হামজারা। তবে ক্লাব কিন্তু মারেসকাকে ফেরায়নি। কুপারের জায়গায় কোচ পদে নেদারল্যান্ডসের সাবেক স্ট্রাইকার রুড ফন নিস্টলরয়কে বসিয়েছে লেস্টার। প্রশ্ন হলো, তার অধীনে লেস্টারে কতটা সুযোগ পাবেন হামজা?
নিস্টলরয়ের বিষয়টি আগে জানানো যাক। ম্যানচেস্টার ইউনাইটেডে এরিক টেন হাগের সহকারী হিসেবে যাত্রা শুরু করেছিলেন নিস্টলরয়। টেন হাগ ছাঁটাই হওয়ার পর অন্তর্বর্তী কোচের দায়িত্বও নেন ক্লাবটির সাবেক এ খেলোয়াড়। ইউনাইটেডে থেকে যাওয়ার ইচ্ছাও ছিল নিস্টলরয়ের। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি রুবেন আমোরিমকে কোচ পদে নিয়োগ দেওয়ায় ইউনাইটেড ছাড়েন নিস্টলরয়। ডাচ ক্লাব পিএসভির কোচের দায়িত্ব পালন করা নিস্টলরয় তারপর থেকেই বেকার বসেছিলেন। কুপারকে ছাঁটাই করে লেস্টার তাকে নিয়ে আসতেও পারে এমন গুঞ্জন ব্রিটিশ সংবাদমাধ্যমে ভাসলেও তাতে তেমন জোর ছিল না। কিন্তু সেই গুঞ্জনই সত্যি হলো গতকাল।
২০২৭ সালের জুন পর্যন্ত লেস্টারের কোচ হিসেবে চুক্তি সই করেছেন নিস্টলরয়। নতুন দায়িত্ব পেয়ে বলেছেন, ‘আমি গর্বিত। রোমাঞ্চও জাগছে। যাদের সঙ্গে লেস্টার সিটি নিয়ে কথা বলেছি সবাই খুব আগ্রহী। ক্লাবের সাম্প্রতিক ইতিহাস দারুণ।’ ২০১৫-১৬ মৌসুমে রূপকথা গড়ে প্রিমিয়ার লিগ জেতা লেস্টার এবার লিগ টেবিলে ১৬তম। অবনমন অঞ্চল থেকে মাত্র ১ পয়েন্ট এগিয়ে। লিগে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলা লেস্টারের হয়ে মাত্র একটি ম্যাচেই মাঠে নামার সুযোগ পেয়েছেন ক্লাবটির বাংলাদেশি বংশোদ্ভুত ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা। সেটা গত ১৪ সেপ্টেম্বর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-২ গোলে ড্র ম্যাচে, তাও বদলি হয়ে ম্যাচের শেষ ১৪ মিনিটের জন্য।
গত ৩ অক্টোবর বিবিসি জানিয়েছিল, অনুশীলনে কাঁধের হাড় স্থানচ্যুত হওয়ায় চোটে পড়েছেন হামজা। তখন কোচ কুপার জানিয়েছিলেন, হামজাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সেটা তিনি জানেন না। এরপর লিগে টানা ৪ ম্যাচে স্কোয়াডে ছিলেন না হামজা। গত ১০ নভেম্বর ইউনাইটেড এবং ২৩ নভেম্বর চেলসির বিপক্ষে ম্যাচে তাকে স্কোয়াডে ফেরান কুপার।
"