ক্রীড়া ডেস্ক
জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড
কেন উইলিয়ামসনের জন্য তো বটেই, নিউ জিল্যান্ড ক্রিকেটের জন্যও দিনটি বিশেষ কিছু। ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। টেস্ট ক্রিকেটে ৮ হাজারের মতো ৯ হাজারেও তিনি নিউ জিল্যান্ডের একমাত্র প্রতিনিধি। কিন্তু উইলিয়ামসন ম্যাচে দ্বিতীয়বার পঞ্চাশে ছাড়ালেও ব্যাটে-বলে অন্যদের পারফরম্যান্স এমন যে, দিনটি তারা ভুলে যেতেই চাইবেন! ইংল্যান্ডের জন্য ঠিক উল্টো। আগের দিনের দুর্দান্ত পারফরম্যান্সের পথ ধরে লেজের ব্যাটসম্যানরাও ঝড় তুলে দলকে নিয়ে যায় পাঁচশ’র কাছে। এরপর ব্রাইডন কার্স ও ক্রিস ওকসের দুর্দান্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ে নিউ জিল্যান্ডের ব্যাটিং লাইন-আপ। সব মিলিয়ে তিনদিন শেষেই ক্রাইস্টচার্চে জয় দেখছে ইংল্যান্ড।
ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের দিন। ৩১৯ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছে ৪৯৯। লিড পেয়েছে ১৫১ রানের। নিউ জিল্যান্ড প্রথম ইনিংসের এত বড় ঘাটতি পূরণ করতে গিয়েই হারিয়ে ফেলেছে ৬ উইকেট। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে মাত্র ১৫৫। লিড মাত্র ৪ রানের। হাতে উইকেটও মাত্র ৪টি। মানে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন শেষেই ম্যাচে ইংল্যান্ডের নিয়ন্ত্রণ পুরোপুরি প্রতিষ্ঠিত। আপাতত নিউ জিল্যান্ডের যেটুকু ভরসা, ড্যারিল মিচেলের ওপর। ডানহাতি এ ব্যাটসম্যান অপরাজিত ৩১ রানে।
দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কিউইরা। ২৩ রানের মধ্যে ফেরেন ২ ওপেনার ডেভন কনওয়ে ও টম ল্যাথাম। এরপর কেইন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র গড়েন ৪১ রানের জুটি। রবীন্দ্র ব্যক্তিগত ২৪ রানে আউট হলে মিচেলকে নিয়ে জুটি গড়েন উইলিয়ামসন। এই জুটি থেকে রান আসে ৬৯। তাতে ইনিংসের একপর্যায়ে ৩ উইকেটে ১৩৩ রানে পৌঁছায় নিউ জিল্যান্ড। তবে ক্রিস ওকসের বলে উইলিয়ামসন ব্যক্তিগত ৬১ রানে আউট হলে জুটি ভাঙে।
৬১ রানের ইনিংস খেলার পথে নিউ জিল্যান্ডের প্রথম টেস্ট ব্যাটসম্যান হিসেবে ৯০০০ টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন উইলিয়ামসন। সুযোগ ছিল টেস্ট ক্যারিয়ারে ১০০০ চারের মাইলফলক স্পর্শ করার হাতছানিও। তবে আপাতত থামতে হয়েছে ৯৯৯ চারেই। উইলিয়ামসনকে এলবিডব্লুতে আউট করার পরের বলেই টম ব্লান্ডেলকে উইকেটের পেছনে ক্যাচ বানান ওকস। টানা ২ বলে ২ উইকেটেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইংল্যান্ড। এরপর দিনের শেষদিকে আউট হন প্রথম ইনিংসে ৫৮ রান করা গ্লেন ফিলিপস। ৩টি করে উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স ও ওকস।
এর আগে ৫ উইকেটে ৩১৯ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড তৃতীয় দিনে প্রথম উইকেট হারায় ৩৮১ রানে। ১৭১ রান করে ফেরেন হ্যারি ব্রুক। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে অধিনায়ক বেন স্টোকস করেন ৮০ রান। স্টোকস ও ব্রুকের জুটি থেকে এসেছে ১৫৯ রান। গাস অ্যাটকিনসনের সঙ্গেও ৬৩ রানের জুটি গড়েন স্টোকস। ব্রাইডন কার্সের সঙ্গে জুটিতে যোগ হয় ৪০ রান। মূলত তাতেই তৃতীয় দিনের সকালে ১৮০ রান যোগ করতে পেরেছে ইংল্যান্ড। ৪ উইকেট পেয়েছেন ম্যাট হেনরি ও নাথান স্মিথ ৩টি।
"