ক্রীড়া ডেস্ক

  ৩০ নভেম্বর, ২০২৪

সিরিজ জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ

প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে একটু বাড়তি সিম মুভমেন্ট পেলেন পেসাররা। তাসকিন আহমেদের আগুন ঝরানো বোলিংয়ের জবাবে বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে গুঁড়িয়ে দিলেন কেমার রোচ, জেইডেন সিলসরা। পুরো ম্যাচে রোচ ও সিলসের সঙ্গী ছিলেন শামার জোসেফ, আলজারি জোসেফ ও অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। অ্যান্টিগায় ১৮ উইকেট নেয়া ওয়েস্ট ইন্ডিজের পেস ইউনিটে জ্যামাইকাতেও ভরসা রাখছেন জশুয়া ডি সিলভা। বাংলাদেশকে পেস আগুনে পুড়িয়ে সিরিজ জিততে চান ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক।

অ্যান্টিগায় পেসাররা যে দাপট দেখাবেন সেটা অনুমান করা গিয়েছিল টেস্ট শুরুর একদিন আগেই। একাদশ ঘোষণাতেই সেটার ছাপ রেখে দিয়েছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। বিশেষজ্ঞ স্পিনার ছাড়া খেলতে নামার সিদ্ধান্ত নেয়া স্বাগতিকরা একাদশে রেখেছিল পাঁচ পেসার। উইকেটে খানিকটা ঘাসের আচ্ছাদনের সঙ্গে মেহেদী হাসান মিরাজের টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত পানির মতো পরিস্কার করে দেয়া আবহটা।

যদিও প্রথম ইনিংসে বাংলাদেশের পেসাররা পুরোদমে সেটা করে দেখাতে পারেনি। দ্বিতীয় ইনিংসে অনেকটা পেরেছিলেন তাসকিন। তবে পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশের ব্যাটারদের ভয় ধরিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসাররা। অ্যান্টিগায় রোচ ৪, সিলস ৫, শামার ২, আলজারি ৫ এবং পেস বোলিং অলরাউন্ডার গ্রিভস নিয়েছেন দুটি উইকেট। তাদের ১৮ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে জয় পেয়েছে ২০১ রানে। পেস ইউনিটে ভরসা রেখে ২-০ ব্যবধানে সিরিজ জিততে চায় স্বাগতিকরা।

স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ডি সিলভা বলেন, ‘ কেমার রোচ ও আলজারি জোসেফ পেস আক্রমণকে খুব ভালো নেতৃত্ব দিচ্ছে। শামার জোসেফের মতো নতুন মুখ আছে। জেডেন সিলস বেশ কিছুদিন ধরে খেলছে, তবে এখনও নিজের কাজটা শিখছে। সব মিলিয়ে পেস আক্রমণ নিজেদেরকে জানান দিচ্ছে। যে ভীতি জাগাচ্ছে তারা, ব্যাটসম্যানের চোখেই তা ফুটে উঠছে। ১৮ উইকেট নিয়েছে তারা। আমাদের জন্য ব্যাপারটি হলো, এই সুবিধাটা কাজে লাগানো এবং আশা করি, এই সেই পথ ধরে ২-০ ব্যবধানে সিরিজ জেতা।’

অ্যান্টিগা টেস্টের আগেই অধিনায়ক এবং কোচ ইঙ্গিত দিয়েছিলেন তারা বিশেষজ্ঞ কোন স্পিনার ছাড়া খেলতে নামবে। সেটা অবশ্য পুরোদমে কাজে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। জ্যামাইকার স্যাবিনা পার্কের কন্ডিশন খানিকটা ভিন্ন হওয়ার প্রত্যাশা করছে অনেকে। তাতে দ্বিতীয় টেস্টের একাদশে কোন স্পিনারকে দেখা যাবে কিনা, এমনটা জানে চাওয়া হয়েছিল ডি সিলভার কাছে। ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক জানিয়েছেন, স্পিনার নেয়ার প্রয়োজন অনুভব করলেই কেবল তারা সেই পথে হাঁটবেন।ডি সিলভা বলেন, ‘সেটা অধিনায়ক ও প্রধান কোচ দেখবেন (স্পিনার নেওয়া হবে কি না)। প্রথম টেস্টে চার পেসার আমাদের জন্য কাজে দিয়েছে। পরের টেস্টে একাদশ যেমনই হোক, আমি নিশ্চিত যে আবারও কাজটা ঠিকঠাক করতে পারবে। মাঠে যারাই নামব আমরা, সবাই নিজেদের সেরাটা দেব। স্পিনার কাউকে নেয়ার প্রয়োজন হলে, তা হবে। তারপরও আমাদের পেস আক্রমণ প্রতিপক্ষকে বিপাকে ফেলতে পারে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close