ক্রীড়া প্রতিবেদক
জাতীয় লিগের টি-টোয়েন্টি আসর পুরোটাই সিলেটে
জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি আসরের প্লে-অফ রাউন্ডের ম্যাচ মিরপুরের করার পরিকল্পনা ছিল। তবে সেই সিদ্ধান্ত বদলে গেছে। এখন এই আসরের পুরোটাই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবি সূত্রে জানা গেছে, মিরপুর থেকে সিলেটে প্লে-অফ রাউন্ড সরিয়ে নেওয়ার কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী কনসার্ট। বিসিবির এক কর্মকর্তা বলেন, ২৩ নভেম্বর কনসার্টটি আর্মি স্টেডিয়ামে করার ইচ্ছা থাকলে তা হচ্ছে না, ‘পুরো টুর্নামেন্টটা সিলেটে হবে এখন। আমরা বিপিএলের ওপেনিং কনসার্টের জন্য আর্মি স্টেডিয়াম বরাদ্দ পাইনি। এ কারণে আমরা প্লে-অফ রাউন্ডের ম্যাচ সিলেটে শিফট করেছি।’
১১ ডিসেম্বর থেকে শুরু হবে জাতীয় লিগের টি-টোয়েন্টি আসর, চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুই মাঠে হবে চারটা করে ম্যাচ। দুদিন পর এক দিন থাকবে বিরতি। শেষ তিন দিন হবে বিরতি ছাড়া। প্রথম রাউন্ডের খেলা হবে সকাল ৯টা ও দুপুর দেড়টায়। প্লে-অফ রাউন্ডের ম্যাচ ফ্লাড লাইটের নিচে হতে পারে। জাতীয় লিগের টি-টোয়েন্টি আসরের শেষ হতেই ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের এগারোতম আসর।
"