ক্রীড়া ডেস্ক
ইংলিশ লিগেই থাকছেন নিস্টলরয়
ভারপ্রাপ্ত কোচের ভূমিকায় দুর্দান্ত পারফর্ম করেছেন রুদ ফন নিস্টলরয়। তবু তাকে স্থায়ীভাবে রেখে দেওয়ার সুযোগ ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের। স্থায়ী ও প্রধান কোচ হিসেবে রুবেন আমোরিমকে যে আগেই নিয়োগ দিয়ে ফেলেছে ইংলিশ ক্লাবটি! এরপরও রেড ডেভিলসদের সঙ্গে থাকার ইচ্ছে ছিল নিস্টলরয়ের। কিন্তু ইউনাইটেডের নতুন পর্তুগিজ কোচ সহকারী হিসেবে ডাচ কিংবদন্তিকে রাখতে চাননি। অগত্যা ওল্ড ট্রাফোর্ড ছাড়তে হয় নিস্টলরয়কে। কিন্তু ডাচ কোচের যে চাকরির জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না এটা একপ্রকার অনুমিতই ছিল। এবং হলো তাই। স্থায়ী প্রধান কোচ হিসেবে প্রস্তাব পেয়ে গেলেন নিস্টলরয়।
ইংল্যান্ডেই থাকছেন ডাচ কোচ। বুধবার রাতে ৪৮ বছর বয়সি কোচকে নিযুক্ত করেছে লেস্টার সিটি। খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ডাচ কোচ স্টিভ কুপারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। লেস্টার সিটির কোচ হিসেবে ১৫৭ দিন ছিলেন কুপার। গত শনিবার ইংলিশ লিগে চেলসির কাছে ২-১ গোলে হারের পর তাকে ছাঁটাই করে ক্লাব প্রশাসন।টানা ব্যর্থতায় গত মাসে প্রধান কোচ এরিক টেন হাগকে সরিয়ে দেয় ইউনাইটেড। পরে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় নিস্টলরয়ের কাঁধে। দুই সপ্তাহ সময় পেয়েই ডাগ আউটে নিজে প্রমাণ করে ফেলেছেন ক্লাবের সাবেক ফুটবলার। তার অধীনে চার ম্যাচের তিনটিতেই জিতেছে ইউনাইটেড। অন্য ম্যাচে ড্র করেছে দল। জয় পাওয়া প্রতিপক্ষগুলোর একটি ছিল লেস্টার সিটি। ইংলিশ লিগ কাপের ম্যাচটিতে লেস্টারকে ৫-২ গোলে হারায় নিস্টলরয়ের ইউনাইটেড।
"