ক্রীড়া ডেস্ক

  ২৮ নভেম্বর, ২০২৪

বায়ার্নের কাছে পিএসজির হার

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছিল পিএসজি। গুরুত্বপূর্ণ ম্যাচে ফরাসি জায়ান্টদের ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। হাইভোল্টেজ এই ম্যাচটি জিতে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের উপরের দিকে অবস্থান কিছুটা মজবুত করল জার্মান জায়ান্টরা। ম্যাচ হেরে টেবিলের তলানিতে আছে পিএসজি।

পরশু রাতে বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় সপ্তম মিনিটে গোলের সুযোগ তৈরি করে বায়ার্ন। বক্সের কাছ থেকে জামাল মুসিয়ালার শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক। ২৮তম মিনিটে ফের প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ায় বায়ার্ন। দারুণ ড্রিবলিংয়ে একাধিক খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢুকে লক্ষ্যভ্রষ্ট শট নেন কিংসলে কোমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close