ক্রীড়া ডেস্ক

  ২৮ নভেম্বর, ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগ

আর্সেনাল গোল উৎসব বার্সার সহজ জয়

লামিনে ইয়ামালকে ছাড়া লা লিগায় সবশেষ দুই ম্যাচে ভোগান্তিতে পড়লেও চ্যাম্পিয়ন্স লিগে কক্ষপথেই থাকল বার্সেলোনা। আক্রমণের জোয়ারে ব্রেস্টকে হারিয়ে পেল অনায়াস জয়।

ঘরের মাঠে পরশু রাতে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। রবার্তো লেভানডফস্কির জোড়া গোলের মাঝে অন্য গোলটি গোল করেছেন দানি ওলমো। একই সময়ে অন্য ম্যাচে স্পোর্তিংকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল।

গাব্রিয়েল মার্তিনেল্লি, কাই হাভার্টজ ও গাব্রিয়েল মাগালিয়াইসের গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মিকেল আর্তেতার দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে গনসালো ইনাসিওর গোলে ব্যবধান কমিয়ে লড়াইয়ের আশা জাগায় স্পোর্তিং। তবে বুকায়ো সাকা ও লেয়ান্ত্রো ত্রোসারের গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

লা লিগায় সবশেষ দুই ম্যাচে জয়শূন্য বার্সেলোনা। রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হারার পর সেল্টা ভিগোর সঙ্গে ড্র করে ২-২ গোলে। বেশ চাপে থাকা দলটি ব্রেস্টের বিপক্ষে লামিনে ইয়ামালকে ছাড়াও খেলেছে আক্রমণাত্মক ফুটবল।

৭৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৯টি শট নেয় বার্সেলোনা, এর আটটি ছিল লক্ষ্যে। অন্য দিকে ব্রেস্ত নিতে পারে কেবল দুটি শট, একটিও ছিল না লক্ষ্যে। দশম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। সফল স্পট কিকে ডান দিক দিয়ে জাল খুঁজে নেন লেভানদোভস্কি। ডি-বক্সে পোলিশ এই স্ট্রাইকারকে ফাউল করা ব্রেস্ত গোলরক্ষক মার্কো বিজোট ঝাঁপ দেন বামে। চার মিনিট পর সুযোগ পান ফের্মিন লোপেস। ডি-বক্সের বাইরে থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ১৯তম মিনিটে ফের রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে গোলের জন্য শট নেন এই তরুণ। এবার লক্ষ্যে রাখতে পারলেও এড়াতে পারেননি বিজোটকে।

৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ হাতছাড়া করেন লোপেস। মার্ক কাসাদোর দারুণ ক্রসে অনেকটা ডাচ গোলরক্ষক বরাবর হেড করেন তিনি। চমৎকার রিফ্লেক্সে সেটি ঠেকিয়ে দেন বিজোট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close