ক্রীড়া ডেস্ক

  ২৬ নভেম্বর, ২০২৪

এমবাপ্পের গোলে চেনা ছন্দে রিয়াল

রিয়াল মাদ্রিদের সময়টা ঠিক জুতসই যাচ্ছিল না, তবে ক্রিমেই নিজেদের সেরা অবস্থায় খুঁজে পাচ্ছে তারা। শক্তিতে অনেক পিছিয়ে থাকা লেগানেসের বিপক্ষে প্রত্যাশিত দাপট দেখাতে গেল দলটিকে। দারুণ ফুটবল উপহার দিলেন ভিনিসিয়াস জুনিয়র, দলের বড় জয়ে গোল পেলেন কিলিয়ান এমবাপ্পে। প্রতিপক্ষের মাঠে গিয়ে গত রবিাবর রাতে রিয়াল ম্যাচ জিতেছে ৩-০ ব্যবধানে। ৪৩ মিনিটে রিয়ালকে প্রথম এগিয়ে নেন এমবাপ্পে। টানা চার ম্যাচ পর গোলের দেখা পান তিনি। ৬৬ মিনিটে দ্বিতীয় গোল করেন ফেদরিকো ভালবার্দে, ৮৫ মিনিটে দলের তৃতীয় গোল আসে জুড বেলিংহ্যামের পা থেকে। নিজে গোল না করলেও সতীর্থকে দিয়ে গোল করিয়ে দারুণ ভূমিকা রাখেন ভিনিসিয়াস। এই জয়ে ১৩ ম্যাচে ৯ জয়ে রিয়ালের পয়েন্ট ৩০। তাদের থেকে এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনা আছে ৩৪ পয়েন্টে। লিগ শিরোপা লড়াইয়ে তাই ভালোভাবেই ফিরে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

আন্তর্জাতিক বিরতির আগে লিগের গত রাউন্ডে ভিনিসিয়াসের হ্যাটট্রিকে ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়েছিল রিয়াল। এই ছন্দই ধরে রাখল তারা। ৪৩ মিনিটে বক্সের ডান দিক থেকে বল পেয়ে এমবাপ্পেকে পাস দেন ভিনিসিয়াস, সহজেই তা জালে জড়ান ফরাসি তারকা। ৬৬ মিনিটে ফ্রি-কিক থেকে গোল পায় রিয়াল। বুদ্ধিদীপ্ত শটে গোল পান রিয়ালকে নেতৃত্ব দেওয়া উরুগুয়ের তারকা ভালবার্দে। ৮৫ মিনিটে ব্রাহিম দিয়াসের মারা শট বারে লেগে ফেরত এলে তা জালে জড়ান বেলিংহ্যাম।

লেগানেসের বিপক্ষে গোলের পর অভ্যস্ত পজিশনে খেলার স্বস্তির প্রসঙ্গে জানতে চাওয়া হলো এমবাপ্পের কাছেও। তবে তিনি এটিকে পাত্তাই দিলেন না। ‘সাম্প্রতিক সময়ের অন্য ম্যাচগুলোর চেয়ে ভিন্ন পজিশনে খেলেছি আজকে। তবে এখানে আসার পর প্রথম দিনেই যেটা বলেছি, পজিশন নিয়ে কোনো আপত্তি নেই আমার। বিভিন্ন পজিশনে খেলতে পারি। আজকে এক পজিশন খেললাম, পরের ম্যাচে অন্য পজিশনেও খেলতে পারি। আমি শুধু দলকে সহায়তা করতে চাই।’

আমার গোটা ক্যারিয়ারের গল্পই এমন। বাঁয়ে খেলতে পারি, ডানে খেলত পারি, সামনে দুজনের একজন হয়ে খেলতে পারি। কোনোটিতেই আপত্তি নেই। আমার চাওয়া শুধু ভালো খেলা, গোল করা ও দলকে সহায়তা করা। লেগানেসের বিপক্ষে এই জয়ের পর রিয়াল মাদ্রিদ ব্যবধান কমাতে পেরেছে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে। আগের দিন সেলতা ভিগোর বিপক্ষে বার্সেলোনা পয়েন্ট হারানোর পর রেয়াল জিততে মরিয়া ছিল, বললেন এমবাপ্পে। বার্সেলোনা কালকে ড্র করার পর আজকে আমরা এখানে এসেছিলাম জেতার জন্য। আমরা খুব খুশি যে লক্ষ্য পূরণ হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close