ক্রীড়া ডেস্ক
ঘরের মাঠে ধরাশায়ী সিটি
জয়ের চেনা পথ যেন একেবারেই ভুলে গেছে ম্যানচেস্টার সিটি! প্রতিপক্ষের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার বদল উল্টো এখন তারাই সহজ শিকার। গত শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ধরাশায়ী হয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা। টটেনহ্যাম হটস্পার ৪-০ গোলে বিধ্বস্ত করেছে পেপ গার্দিওলার শিষ্যদের।
বিতর্কিতভাবে এ বছর বর্ষসেরার মুকুট জিতেছেন রদ্রি। স্বপ্নের ব্যালন ডি’অর নিয়ে শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে এসেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার। সেখানে তাকে জমকালো সংবর্ধনা দিয়েছে ম্যানচেস্টার সিটি। ছোটখাটো আয়োজনের ম্যানচেস্টারে পর যা ঘটল সেটি ছিল কল্পনারও বাইরে। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা পাঁচ ম্যাচ হারল সিটিজেনরা। সবশেষ দেড় যুগ আগে এমন দুঃস্বপ্নের অভিজ্ঞতা হয়েছিল তাদের। ২১ বছর পর ঘরের মাঠে এত বড় ব্যবধানে হারল সিটি।
২০০৩ সালে ইতিহাদ স্টেডিয়ামে লন্ডনের আরেক ক্লাব আর্সেনালের কাছে ৫-১ গোলে হেরেছিল সিটি। এবার টটেনহাম সিটিকে সেই দিনটির কথা মনে করিয়ে দিলো। স্পার্সদের বড় জয়ের নায়ক জেমস ম্যাডিসন। জোড়া গোল করেছেন তিনি। জন্মদিনের উপলক্ষটা এরচেয়ে দারুণভাবে রাঙাতে পারতেন না ম্যাডিসন।সিটির মাঠে কুড়ি মিনিটের মধ্যে দুই গোল করেন ম্যাডিসন। লিগের চলতি মৌসুমে তার গোল এখন পাঁচটি। বিরতির পর স্কোর লাইন ৩-০ করেন পেদ্রো পোরো। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সিটির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ব্রেনান জনসন। লিগে এটা তৃতীয় হার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিটির।
ইংলিশ লিগে এই প্রথম টানা তিন হারের স্বাদ পেলেন সিটি কোচ গার্দিওলা। কোচিং ক্যারিয়ারে চার গোলে তার হারের অভিজ্ঞতাও হলো প্রথমবার। অথচ এই হারের ঠিক ৪৮ ঘণ্টা আগে সিটির সঙ্গে দুই বছরের চুক্তি নতুন করে করেছেন গার্দিওলা। সিটি ভুল সিদ্ধান্ত নিয়েছে কিনা এমন প্রশ্নও ইতোমধ্যে উঠতে শুরু করেছে।
অবশ্য টানা হারের পরও পয়েন্ট তালিকার দ্বিতীয়স্থানে আছে সিটি। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট তাদের। সিটির পেছনে আছে যথাক্রমে চেলসি, আর্সেনাল ও ব্রাইটন। তিনটি দলেরই সংগ্রহ সমান ২২ পয়েন্ট। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে লিভারপুল। সিটিকে হারিয়ে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে টটেনহাম।সিটির রাহুর দশা লেগেছিল গত ৩০ অক্টোবর। সেদিন থেমে যায় তাদের অজেয় যাত্রা। এই টটেনহামের কাছে ২-১ গোলে হেরে ইংলিশ লিগ কাপের শেষ ষোলো থেকে ছিটকে গিয়েছিল সিটি। এরপর ইংলিশ লিগে বোর্নমুথ ও ব্রাইটনের বিপক্ষে হেরেছে তারা। হার দুটির মাঝে আবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে স্পোর্টিং লিসবনের কাছে বিধ্বস্ত হয়েছিল সিটি।টটেনহামের মতো জয় নিয়ে মাঠ ছেড়েছে লন্ডনের অন্য দুই ক্লাব চেলসি এবং আর্সেনাল। লেস্টার সিটির মাঠে ২-১ গোলে জিতেছে চেলসি। নিজেদের দুর্গ এমিরেটস স্টেডিয়ামে নটিংহাম ফরেস্টকে ডেকে এনে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। বোর্নমুথের মাঠে ২-১ গোলে জিতেছে ব্রাইটন। অ্যাস্টন ভিলা ও ক্রিস্টাল প্যালেস ২-২ গোলে ড্র করেছে। এদিকে পেপ গর্দিওলা নতুন চুক্তি করায় স্বস্তি ফিরেছে ম্যানচেস্টার সিটিতে আর প্রমাদ গুনছে অন্য সব দল। সত্যিটা অকপটেই উচ্চারণ করলেন হুবেন আমুরি। তবে প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি ভাবছেন না বলেও সাফ জানিয়ে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ। নিজের ক্লাবেই যে অনেক কিছু করার দেখছেন তিনি!
ইপ্সউইচ টাউনের বিপক্ষে ম্যাচ দিয়ে রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন আমুরি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তাকে কথা বলতে হলো ম্যানচেস্টারের আরেক ক্লাব নিয়েও।সিটিতে সম্প্রতি চুক্তির মেয়াদ সম্প্রতি আরও দুই বছর বাড়িয়েছেন পেপ গার্দিওলা। প্রতিপক্ষের জন্য এটি যে সুখবর নয়, তা সরাসরিই বললেন আমুরি। তবে এটিও যোগ করে দিলেন, অন্য ক্লাব নিয়ে ভাবার অবস্থায় এখন নেই তার ক্লাব। আমার মনে হয়, এটা সব দলের জন্যই সমস্যা। তবে আমাদের নিজেদেরই এত কিছু করার আছে যে, অন্যদের দিকে মনোযোগ দিতে পারি না। আমাদের শুধু নিজেদের ক্লাবের উন্নতি নিয়েই ভাবতে হবে, অন্যদের দিকে তাকানোর সুযোগ নেই। ওদেরকে হারাতে পারলে তা দারুণ অবশ্যই। তবে আমাদের ভাবনা ম্যানচেস্টার ইউনাইটেড নিয়েই।”
"