ক্রীড়া প্রতিবেদক
দুর্দান্ত সাকিব
তবু হারল বাংলা টাইগার্স
আবুধাবি টি-টেন লিগে টানা দ্বিতীয় ম্যাচে হারল সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। দুটো ম্যাচেই আলো ছড়িয়েছেন বাঁ-হাতি অলরাউন্ডার। তবু হার ঠেকাতে পারেননি দলের। সবশেষ শনিবার রাতে বাংলা টাইগার্স হেরেছে নিউইয়র্ক স্ট্রাইকার্সের কাছে; সাত উইকেটে।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে আট উইকেটে স্রেফ ৬৬ রান করেছে বাংলা টাইগার্স। জবাবে তিন উইকেট হারিয়ে চার ওভার হাতে রেখে সহজ জয় তুলে নেয় নিউইয়র্ক স্ট্রাইকার্স (৭০/৩)। আসরে দুই ম্যাচে এটা তাদের প্রথম জয়। প্রথম ম্যাচ হেরেছিল দলটি।
ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারায় বাংলা টাইগার্স। দলটির ১০ ব্যাটারের আটজনই যেতে পারেননি দুই অংকে। দশকের ঘরে যেতে পেরেছেন দানুস শানাকা ও অধিনায়ক সাকিব। ১৯ বলে ২২ রান করেন সানাকা। ১২ বলে ১৯ রানে ফেরেন সাকিব।
নিউইয়র্ক স্ট্রাইকার্সের পক্ষে দুটি করে উইকেট নেন আকিল হোসেন, রিস টোপলি ও মোহাম্মদ আমির। অন্য উইকেট দুটি পেয়েছেন সুনিল নারাইন ও মাথিশা পাথিরানা। তবে নিউইয়র্ককে দারুণ শুরু এনে দেওয়ার সুবাদে ম্যাচ সেরা হয়েছেন ক্যারিবীয় তারকা আকিল। ব্যাট হাতেও অবদান রাখেন তিনি। সাত বলে নয় রানে অজেয় ছিলেন আকিল।
সহজ রান তাড়ায় নিউইয়র্ক হারিয়েছে ডেওয়াল্ড ব্রেভিস, এভিন লুইস ও আসিফ আলির উইকেট। শেষজন খুলতে পারেননি রানের খাতা। ছয় বলে নয় রানে ফিরেছেন লুইস। ১৫ বলে ১৯ রান করেন আরেক ওপেনার ব্রেভিস। শেষ দিকে ডেনোভান ফেরেরা নয় বলে ২১ রানে অপরাজিত ইনিংস খেলেন।
"