ক্রীড়া ডেস্ক
বার্সার ছন্দপতনে হতাশ ফ্লিক
টানা জয়ে রীতিমতো উড়ছিল বার্সেলোনা। কাতালানদের জয়ের ধরনগুলো প্রতিপক্ষকে ভয় পাইয়ে দেওয়ার মতোই ছিল। প্রতি ম্যাচে চার-পাঁচ গোল করা নিয়ম বানিয়ে ফেলেছিল বার্সা। অবিশ্বাস্য ফর্মে থাকা সেই দলটা হঠাৎই পথ হারাল।স্প্যানিশ লা লিগায় আগের রাউন্ডে হেরেছে বার্সা। আন্তর্জাতিক বিরতি থেকে মাঠে ফিরলেও জয়ে ফেরা হয়নি কাতালান জায়ান্টদের। গত রবিবার রাতে হোঁচট খেয়েছে তারা। বার্সাকে ডেকে এনে ২-২ গোলে রুখে দিয়েছে সেল্টা ভিগো। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে সেল্টা ভিগো। রিয়াল-বার্সার মাঝে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট তাদের। গতকাল রাতে পিছিয়ে থেকেও ঘরের মাঠে ২-১ গোলে দিপোর্তিভো অ্যালাভেসকে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
বার্সা অবশ্য জয়ের পথেই ছিল। দুই গোলের লিড নিয়েছিল তারা। কিন্তু শেষ দিকে রেফারির একটি সিদ্ধান্ত পাল্টে দিয়েছে ম্যাচের গতিপথ। ৮২ মিনিটে ১০ জনের দলে নেমে আসে বার্সা। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মার্ক ক্যাসাদো।বার্সাকে একজন কমে পেয়ে সর্বস্ব নিয়ে ঝাঁপিয়ে পড়ে সেল্টা ভিগোর আক্রমণ ভাগ। এর সুফলও পেয়েছে তারা। ৮৪ মিনিটে অতিথিদের একটি গোলের শোধ দেন স্বাগতিক ফরওয়ার্ড আলফন গঞ্জালেস। দুই মিনিটের মধ্যে সেল্টা ভিগোকে সমতায় ফেরান হুগো আলভারেজ।
উজ্জীবিত সেল্টা ভিগো তৃতীয় গোলের সম্ভাবনাও জাগিয়েছিল। কিন্তু দুই গোল হজমের পর ঘুম ভাঙে বার্সার রক্ষণ বিভাগের। কোনোরকম স্বাগতিকদের শেষ মুহূর্তের সব আক্রমণ প্রতিহত করে এক পয়েন্ট নিয়ে ঘরে ফেরে বার্সা। লিগের চলতি মৌসুমে এটা তাদের প্রথম ড্র। অথচ ম্যাচটাতে সহজ জয়ের পথে ছিল বার্সেলোনা। ১৫ মিনিটে রাফিনহার গোলে লিড নেয় তারা। কাতালানদের হয়ে সব প্রতিযোগিতায় মিলিয়ে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের এটা ১৩তম গোল। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানডফস্কি। লা লিগার চলতি মৌসুমে এটা লেভার ১৫তম গোল (সর্বোচ্চ)।দুই গোলে লিড নেওয়ার পর বার্সার শরীরে আয়েশি ভাব চলে আসে। সেটিরই সুবিধা নিয়েছে সেল্টা ভিগো। এই ড্রয়ের পরও লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট তাদের।
"