ক্রীড়া প্রতিবেদক
বিপিএলে সাকিবের খেলা নিয়ে শঙ্কা
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। আগামী ডিসেম্বরে টুর্নামেন্টটির পর্দা উঠবে। আসন্ন আসরে চিটাগং কিংসে নাম লিখিয়েছেন সাকিব। তবে বন্দর নগরীর দলটির হয়ে আদৌ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই ফেরিওয়ালা খেলতে পারবেন কি না বা সাকিবের খেলা হবে কি না, তা একবারেই অনিশ্চিত। এই বিষয়ে চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরীর বলেছেন, ?‘এখনো এ বিষয়ে (সাকিবের বিপিএল খেলা) চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। বোর্ডের তরফ থেকে কিছু জানানো হয়নি আমাদের। আমরা একটা চিঠি পাঠাব (বিসিবিকে) দেখি।’
বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার যদি শেষ পর্যন্ত চট্টলার ফ্র্যাঞ্চাইজিতে খেলতে না পারেন তাহলে দলে নতুন খেলোয়াড় ভেড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে আলাদা করে কোনো পরিকল্পনা রয়েছে কি না এমন প্রশ্নে সামির বললেন, ‘হ্যাঁ পরিকল্পনা তো অবশ্যই রয়েছে। আমরা তিন-চারজনের সঙ্গে কথা বলে রেখেছি। অলমোস্ট দুজন পছন্দের আছে। এখন দেখা যাক আর কী।’ লম্বা সময় পর আবারও বিপিএলে ফিরছে চট্টগ্রাম কিংস। নিজেদের জার্সি উন্মোচন নিয়ে বড় চিন্তা আছে ফ্র্যাঞ্চাইজির। সামির কাদের বলেন, ‘হ্যাঁ টুর্নামেন্টে পছন্দের দলের জার্সি নিয়ে তো অনেক আগ্রহ থাকে দর্শকদের। আমরা সেটা বিবেচনায় রাখব। সবকিছু ঠিক থাকলে দ্রুতই একটা অনুষ্ঠান করে উন্মোচন করা হবে। আনুমানিক পরবর্তী সপ্তাহের মধ্যে করার পরিকল্পনা রয়েছে।’
"