ক্রীড়া প্রতিবেদক
ভাগ্যের দোষ দিতে রাজি নন কাবরেরা
পুরো ম্যাচেই একচ্ছত্র দাপট ছিল বাংলাদেশেরই। দারুণ সব সুযোগও তৈরি করল তারা। কিন্তু ফরওয়ার্ডদের ব্যর্থতায় গোল মেলেনি। বারপোস্ট বাধা হয়ে দাঁড়ায়। উল্টো ধারার বিপরীতে গোল হজম করে হেরে বসে দলটি। ফলে বাংলাদেশের মাঠে দারুণ জয় তুলে নিল মালদ্বীপই।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে দুই কোচের অনুভূতি স্বাভাবিকভাবেই হলো দুই রকম। মালদ্বীপ কোচ আলি সুজেইনের কণ্ঠে প্রথমবারের মতো বাংলাদেশের মাঠে জয়ের উচ্ছ্বাস। আর আক্রমণে আধিপত্য করেও হারের তেঁতো স্বাদ পাওয়া বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বললেন, এই ফল তার জন্য কষ্টের। বসুন্ধরা কিংস অ্যারেনায় গত বুধবার প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারায় মালদ্বীপ। একই ভেন্যুতে আগামীকাল শনিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। ১৯ মিনিটে আলি ফাসিরের হেডে পাওয়া গোলটি শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের ভাগ্য। এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় ফিরে এমন জয় পাওয়ার উচ্ছ্বাস ঝরল মালদ্বীপ কোচ সুজেইনের কণ্ঠে।
মালদ্বীপের ফুটবলে এটি একটি ঐতিহাসিক জয়। ৪৫ বছরের ইতিহাসে এই প্রথম বাংলাদেশের মাঠে জয় পেল মালদ্বীপ। এজন্য মালদ্বীপ ফুটবল দলকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। আমি কোচ থাকা অবস্থায় বাংলাদেশের বিপক্ষে জয়, ড্র ও হার তিনটিই হয়েছে মালদ্বীপের। দুই দেশের ফুটবলে আগে অনেক ব্যবধান ছিল, কিন্তু গত ৩-৪ বছরে প্রায় সমপর্যায়ে চলে এসেছে। বাংলাদেশ কোচ কাবরেরা শুরুতেই হতাশার কথা বললেন। খেলার ধারার বিপরীতে গোল হজম, ফিনিশিংয়ের ব্যর্থতা, সোহেল রানার শট পোস্টে লাগা- সব মিলিয়ে বললেন, এই ম্যাচের ফল তার কাছে পীড়াদায়ক।
এই দুই প্রীতি ম্যাচে বাংলাদেশের চাওয়া ছিল জিতে র্যাংকিংয়ে উন্নতি করে এশিয়ান কাপের ড্রয়ে পট-থ্রি-তে থাকা। সে চাওয়ায় হোঁচট লাগল শুরুতেই। তাছাড়া জাতীয় দলের কোচ হিসেবে কাবরেরার ভবিষ্যৎ নিয়েও তৈরি হলো অনিশ্চয়তা। তবে, এই স্প্যানিশ কোচ সব ভুলে দ্বিতীয় প্রীতি ম্যাচ নিয়ে ভাবছেন। এই ম্যাচ আসলে ব্যাখ্যা করা সত্যি কঠিন।
এই হার সত্যি কষ্টদায়ক। কারণ, অনেক সুযোগ এসেছিল আমাদের সামনে, সেগুলো যদি গোলে পরিণত করতে পারতাম, কিন্তু পারিনি। দলের পারফরম্যান্সে খুশি। কারণ, যেভাবে আমরা পরিশ্রম করেছি, খেলেছি, সেটা ইতিবাচক দিক। এখনো অনেক কিছু পরিবর্তনের সুযোগ আছে। কিন্তু এই হার কোনো কিছু দিয়েই ব্যাখ্যা করা যাবে না। এখান থেকে ইতিবাচক দিকগুলো নিতে হবে। ভাগ্য নিয়ে কিছু বলতে পছন্দ করি না আমি। আজ আমরা সবকিছু করেছি, সবকিছু। ম্যাচ পরিসংখ্যানের রিপোর্ট এলে দেখতে পাব আমরা কতগুলা আক্রমণ করেছি, সুযোগ তৈরি করেছি, সেগুলো দেখতে পাবেন। আমরা যেভাবে খেলেছি, তাতে অন্তত ৩-৪ গোল করতে পারতাম। শুধু আজ গোলটাই পাইনি আমরা।
"