ক্রীড়া ডেস্ক

  ১৪ নভেম্বর, ২০২৪

ডিসেম্বরে শুরু বিপিএল

আগামী মাসের শেষদিকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। গতকাল বুধবার টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩০ ডিসেম্বর যাত্রা শুরু করবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্ট। চলবে নতুন বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এবারের বিপিএলে অন্যরকম কিছু উপহার দেওয়ার প্রতিশ্রুতি ঝরেছে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কণ্ঠে। বিসিবির প্রকাশিত এক ভিডিওবার্তায় এমনটাই জানিয়েছেন তিনি। আসলে বিপিএলে সাধারণ দর্শকদের জন্য বিশেষ সুবিধার পরিকল্পনা করছে বিসিবি। টুর্নামন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স মোকাবিলা করবে ঢাকা ক্যাপিটালসকে। ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে রবিন লিগ রাউন্ডের ম্যাচগুলো। প্রথম পর্বে ঢাকায় আয়োজন করা হবে আটটি ম্যাচ। ঢাকার ম্যাচগুলোর মঞ্চ শেরেবাংলা স্টেডিয়াম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পরের ধাপের ম্যাচগুলো। ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে সুরমাপাড়ের শহরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close