ক্রীড়া ডেস্ক
দুর্দান্ত কোচকে সরিয়ে দিল ম্যানইউ
চলতি মৌসুমে টানা ব্যর্থতার জেরে ম্যানচেস্টার ইউনাইটেডের চাকরি হারিয়েছেন প্রধান কোচ এরিক টেন হাগ। তাকে ছাঁটাই করার পর ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দেওয়া হয় ক্লাব কিংবদন্তি রুদ ফন নিস্টলরয়কে। তার অধীনে ভালোই করেছে রেড ডেভিলসরা। তবু ওল্ড ট্রাফোর্ডে টিকতে পারলেন না ডাচ কোচ।
চলতি মৌসুম শুরুর আগে নিস্টলরয়ের সঙ্গে দুই বছরের চুক্তি করে ম্যানইউ। মৌসুমের শুরু থেকে টেন হাগের সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। কিন্তু টেন হাগকে সরিয়ে দেওয়া হয়। নতুন কোচ হিসেবে রুবেন আমোরিমকে নিয়োগ দেয় ক্লাব প্রশাসন। গত সোমবার ক্লাবে এসেছেন নতুন কোচ। পর্তুগিজ কোচের অধীনে কাজ করতে প্রস্তুত ছিলেন নিস্টলরয়। কিন্তু তাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ম্যানইউর নতুন স্থায়ী কোচ আমোরিন। ডাচ কোচ তাকে সম্মান দেখালেও তিনি সেটা দেখালেন না। সাবেক ক্লাব স্পোর্টিং লিসবনের সহকারীদের নিয়েই ম্যানইউ কাজ করতে চান আমোরিন।
আমোরিমের কোচিং বিভাগে জায়গা না পেয়ে সোমবার ম্যানইউ থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন নিস্টলরয়। অথচ তার অধীনে দারুণ প্রত্যাবর্তন করেছিল রেড ডেভিলসরা। চার ম্যাচের তিনটিতেই জয় তুলে নেয় নিস্টলরয়ের। অন্য ম্যাচটিতে ড্র করে তারা। সর্বশেষ ম্যাচেও ৩-০ গোলে জিতেছিল দলটি। কোচ হিসেবে খুব বেশি সময় না পেলেও নিজেকে প্রমাণ করেছেন ৪৮ বছর বয়সি নিস্টলরয়। ক্লাবটির খেলোয়াড় ভূমিকায়ও দুর্দান্ত ছিলেন তিনি। ইংলিশ ক্লাবটির হয়ে পাঁচ বছর খেলেছেন এ ডাচম্যান। এ সময়ে ২১৯ ম্যাচে ১৫০ গোল করেন নিস্টলরয়। রেড ডেভিলসদের হয়ে ইংল্যান্ডের চারটি ঘরোয়া প্রতিযোগিতার ট্রফির স্বাদ পেয়েছেন তিনি।
"