ক্রীড়া প্রতিবেদক
১৯ বছর পর থামলেন ফরহাদ সেঞ্চুরির পথে মিঠুনের ৭ ছক্কা
অবশেষে থামল প্রথম শ্রেণির ক্রিকেটে ফরহাদ হোসেনের পথচলা। ২০০৫ সালের মার্চে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলা রাজশাহীর এই ব্যাটসম্যান ১৬১তম ম্যাচ খেলার পর আজ অবসর নিয়েছেন। ১৯ বছর আগে যেখানে প্রথম ম্যাচটি খেলেছিলেন, সেই রাজশাহীতেই ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেললেন ৩৭ বছর বয়সি ব্যাটিং অলরাউন্ডার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮ সেঞ্চুরিতে ৯০৬৫ রান ও ১৬৫ উইকেট নেওয়া ফরহাদকে আজ জাতীয় লিগের রাজশাহী-রংপুর ম্যাচের পর সংবর্ধনা দেওয়া হয়। রাজশাহী বিভাগ দলের পক্ষ থেকে ফরহাদের সতীর্থদের তাঁর স্বাক্ষরিত জার্সি উপহার দেওয়া হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নির্বাচক হান্নান সরকার স্মারক ক্রেস্ট তুলে দেন ফরহাদকে। ফরহাদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দল ও রাজশাহীর সাবেক অধিনায়ক খালেদ মাসুদও। শেষটা অবশ্য ভালো হয়নি ফরহাদের। রংপুরে বিপক্ষে দুই ইনিংসে করেছেন ২৬ ও ৯ রান। হেরেছে তাঁর দলও। ৬ উইকেটে ৬২ রান নিয়ে চতুর্থ রাউন্ডের শেষ দিন শুরু করা রাজশাহী দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে অলআউট হয়ে হেরেছে ১০১ রানে। চার ম্যাচে দ্বিতীয় জয় পেল রংপুর, রাজশাহী পেয়েছে দ্বিতীয় হারের স্বাদ।
এদিকে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে সিলেট-খুলনা ম্যাচটি ড্র হয়েছে। প্রথম ইনিংসে ২২৩ রানে পিছিয়ে পড়ে ফলো অন করা খুলনা আজ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৯৬ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।খুলনার মোহাম্মদ মিঠুন অপরাজিত ছিলেন ১০২ রানে। ৭টি করে চার-ছক্কায় সাজানো ছিল মিঠুনের ১০৮ বলের ইনিংসটি। সিলেটের তৌফিক খানকে ছক্কা মেরে মিঠুন প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরিটি তুলে নেওয়ার পরই মাঠ ছাড়েন দুই দলের খেলোয়াড়েরা। মিঠুন ছাড়া খুলনার দ্বিতীয় ইনিংসে ফিফটি পেয়েছেন এনামুল হক (৫৪), ইমরুল কায়েস (৭১) ও নুরুল হাসান (৫০*)।
সিলেট একাডেমি মাঠে ঢাকা বিভাগকে ১৫৭ রানের লক্ষ্য দিয়ে জয়ের খুব কাছে গিয়েছিল ঢাকা মহানগর। ঢাকা বিভাগ ৮ উইকেটে ১৪৮ রান তোলার পর আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় দিনের খেলা, ড্র হয়ে যায় ম্যাচ। মহানগরের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ৪টি ও বাঁহাতি পেসার আবু হায়দার নিয়েছেন ৩টি উইকেট। এর আগে ৬ উইকেটে ১৮৬ রান নিয়ে দিন শুরু করা মহানগর অলআউট ২৬৭ রানে। ঢাকা বিভাগের পেসার এনামুল হক ৮১ রানে ৬ উইকেট নিয়েছেন। এনামুল প্রথম ইনিংসেও নিয়েছিলেন ৪ উইকেট। ২১ ম্যাচের ক্যারিয়ারে এটাই ২৪ বছর বয়সী এনামুলের ইনিংস ও ম্যাচসেরা বোলিং।
"