ক্রীড়া ডেস্ক

  ১২ নভেম্বর, ২০২৪

উড়ন্ত বার্সাকে থামাল সোসিয়েদাদ

রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭ ম্যাচ ধরে ছুটে চলছিল কাতালান ক্লাবটির জয়রথ। এ সময় প্রায় সব ম্যাচেই প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে হান্সি ফ্লিকের দল। উড়তে থাকা বার্সাকে অবশেষে মাটিতে নামাল রিয়াল সোসিয়েদাদ। গত রবিবার রাতে ঘরের মাঠ সান সেবাস্টেইন স্টেডিয়ামে বার্সাকে ডেকে একে ১-০ গোলে হারিয়ে দিয়েছে সোসিয়েদাদ। স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে এটা কাতালান ক্লাবটির দ্বিতীয় হার। আর সোসিয়েদাদের পঞ্চম জয়। এ হারের পরও লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে হান্সি ফ্লিকের দল।

১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট সবার ওপরে আছে বার্সা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট পিছিয়ে দুইয়ে থাকল রিয়াল মাদ্রিদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পেছনে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট তাদের। দুই মাদ্রিদের পেছনে আছে যথাক্রমে ভিয়ারিয়াল (২৪) ও ওসাসুনা (২১)। বার্সাকে হারিয়ে পয়েন্ট তালিকার আট নম্বরে উঠে এসেছে সোসিয়েদাদ। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট তাদের। দলটির জয়ের নায়ক শেরাল্ডো বেকার। ৩৩ মিনিটে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি তিনিই করেছেন। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা করেও গোলটার আর শোধ দিতে পারেনি কাতালান জায়ান্টরা। ১৩ মিনিটে গোল করেছিলেন বার্সা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় পোলিশ তারকার গোলটা। ভিএআর দেখে নেওয়া রেফারির গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে অবশ্য ভালোই বিতর্ক হচ্ছে। ‘প্রাপ্য’ গোল বঞ্চিত হওয়ার পর আর খুঁজেই পাওয়া গেল না লেভা-রাফিনহারা। গোল মিসের মহড়া দেন তারা।

বিস্ময়কর হচ্ছে, আগের বেশ কয়েকটি ম্যাচে গড়ে চারটিরও বেশি গোল করা বার্সা এদিন গোলমুখে কোনো শটই নিতে পারেনি! অপটার হিসেব অনুসারে ১০ বছরের মধ্যে এই প্রথম লা লিগায় কোনো ম্যাচে গোলমুখে কোনো শট করতে পারেনি বার্সা, যা রীতিমতো লজ্জার। তাদের ১১টি শটই ছিল অফ টার্গেটে। বিপরীতে ৩০ শতাংশ বল দখলে পাওয়া সোসিয়েদাদের ১৪ শটের ছয়টিই ছিল লক্ষ্যে। এ তথ্যটিই বলে দিচ্ছে ম্যাচে কতটা বিবর্ণ ফুটবল খেলেছে বার্সা। পুরো ম্যাচে লেমিন ইয়ামালের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে বার্সেলোনা। লা লিগার এ মৌসুমে যে দুটি ম্যাচে স্প্যানিশ মিডফিল্ডার শুরুর একাদশে ছিলেন না, সেই দুটি ম্যাচেই হেরেছে তারা। গত বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষের ম্যাচে চোট পেয়েছেন ইয়ামাল। ইনজুরির কারণে সোসিয়েদাদ ম্যাচের আগে অনুশীলন করতে পারেননি স্প্যানিশ সেনসেশন। বার্সা শুধু তার চোটের খবরটিই দিয়েছে। ঠিক কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, সেটি অবশ্য জানায়নি তারা।

ম্যাচের পর রেফারির সঙ্গে কথা বলতে দেখা যায় ফ্লিককে। রেফারি তখন স্রেফ হাসি দিয়ে জবাব দেন। রেফারির সঙ্গে কী কথা হলো, সেটি পরে সংবাদমাধ্যমকে জানান বার্সেলোনা কোচ। তার সঙ্গে কথা বলেছি লেভানডফস্কির বাতিল হওয়া গোলটি নিয়ে। গোলটি না দিয়ে তারা ভুল করেছেন। ছবি দেখেছি আমি এবং গোলটি বৈধ ছিল। এই গোল না দেওয়া মানে স্রেফ পাগলামো। পরিষ্কার গোল এটি এবং গোলটি যদি ধরা হতো, আমাদের জন্য ম্যাচটি ভিন্ন হতে পারত। তবে আমাদের এটি মেনে নিতেই হবে। কারণ আমরা সবাই মানুষ এবং ভুল সবাই করি। আজকেরটি ছিল বড় ভুল।

রেফারির ভুল দেখলেও প্রতিপক্ষ যে শ্রেয়তর ছিল, সেটায় কোনো ভুল দেখেন না ফ্লিক। বরং মাঠে নিজেদের ভুলের কথাও বললেন বার্সেলোনা কোচ। আজকে দিনটি আমাদের ছিল না। ফল আমাদের মেনে নিতেই হবে, কারণ তারা কার্যকর ফুটবল খেলেছে। এটা পরিষ্কার, এখানে কোনো ভুল নেই। আমরা যথেষ্ট সুযোগ তৈরি করতে পারিনি। শুরুটা ভালো করেছিলাম আমরা। তখন খুশিই ছিলাম আমি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close