ক্রীড়া ডেস্ক

  ১২ নভেম্বর, ২০২৪

বাটলার-ঝড়ে উড়ে গেল উইন্ডিজ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-১ ব্যবধানে হারতে হয়েছে। জবাবটা টি-টোয়েন্টি সিরিজেই দিচ্ছে ইংল্যান্ড। কুড়ি ওভারের সিরিজের প্রথম ২ ম্যাচেই ক্যারিবীয়দের উড়িয়ে দিলো ইংলিশরা। প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতেছে সফরকারীরা। পরশু (সোমবার) রাতে দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয় পেয়েছে জস বাটলারের দল। বার্বাডোজে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৫৮ রানের লড়াকু সংগ্রহ তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে তিন উইকেট হারিয়ে ৩১ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় ইংল্যান্ড (১৬১/৩)। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

আগামী মঙ্গলবার সেন্ট লুসিয়ায় সিরিজ বাঁচাতে মাঠে নামবে উইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুটা ভালো হয়নি। ২০ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা। ৩৫ রানে তৃতীয় উইকেটের পতন। পরে মিডল ও লোয়ার মিডল অর্ডারের দৃঢ়তায় দেড় শ’ পার করে ক্যারিবীয়রা। ৪১ বলে দলীয় সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক রভম্যান পাওয়েল। ১২ বলে ২২ রানের ঝড় তুলে বিদায় নেন রোমারিও শেফার্ড। এ ছাড়া নিকোলাস পুরান ২৩ বলে ১৪, রোস্টন চেজ সাত বলে ১৩ ও ম্যাথু ফোর্ড ছয় বলে ১৩ রান করেন। ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন সাকিব মাহমুদ, লিয়াম লিভিংস্টোন ও ড্যান মুসলি। একটি করে শিকার জফরা আর্চার ও আদিল রশিদের। তাদের সম্মিলিত বোলিং প্রচেষ্টায় লক্ষ্যমাত্রা সফরকারী ইংল্যান্ডের নাগালের মধ্যেই থাকে। রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই বিদায় নেন ইংলিশ ওপেনার ফিলিপ সল্ট। শুরুর ধাক্কা সামলে দলকে জয়ের পথে নিয়ে যান উইল জ্যাকস ও অধিনায়ক বাটলার। দ্বিতীয় উইকেটে ৭২ বলে ১২৯ রানের বিধ্বংসী জুটি গড়েন তারা। কিন্তু ম্যাচটা শেষ করে আসতে পারেননি দুজনের একজনও। ১৩তম ওভারে ৪ বলের মধ্যে দুজনকে তুলে নেন রোমারিও। পরে লিভিংস্টোন ক্যামিও ইনিংসে ম্যাচটার সুন্দর ইতি টানেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close