ক্রীড়া প্রতিবেদক
তাবিথের হাতে দুই কমিটি
প্রায় ২৮টির মতো এজেন্ডা নিয়ে গতকাল অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত প্রথম কমিটির সভা। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় নেওয়া হয়েছে উল্লেখযোগ্য কিছু সিদ্ধান্ত। ঘোষণা করা হয়েছে বাফুফে স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটির চেয়ারম্যানদের নাম। তার মধ্যে ফিন্যান্স কমিটির চেয়ারম্যান করা হয় ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়ালকে। এ ছাড়া ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বও নিজের কাছেই রেখেছেন তিনি।
গতবার জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন কাজী নাবিল আহমেদ। এবার তিনি নেই নির্বাহী কমিটিতে। সভাপতি তাবিথ আউয়াল নিজেই জাতীয় দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। ফিন্যান্স কমিটি নিয়েও গত আমলে বেশ কিছু ঝামেলা তৈরি হয়েছিল। ফিফা থেকে আর্থিক অনিয়মের কারণে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করা হয়েছিল। এ ছাড়া আবদুস সালাম মুর্শেদীকে করা হয়েছিল আর্থিক জরিমানা। যে কারণে গুরুত্বপূর্ণ এই দুটি পদ এবার নিজের কাছে রেখেছেন তাবিথ।
শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে সভা চলে প্রায় আড়াইটা পর্যন্ত। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন সদস্য পদে এবারই নির্বাচিত হয়ে আসা আমিরুল ইসলাম বাবু। তাকে করা হয় মিডিয়া কমিটির চেয়ারম্যান। এ ছাড়া পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান করা হয় ইমরুল হাসানকে। গত ২৬ অক্টোবরের নির্বাচনে যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাফুফের সিনিয়র সহসভাপতি হন। কাজী সালাউদ্দিনের চতুর্থ মেয়াদে শেষ বছর লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন বসুন্ধরা কিংসের সভাপতি ও বাফুফের তৎকালীন সহসভাপতি ইমরুল হাসান।
শনিবারের সভায় নেওয়া কিছু সিদ্ধান্তের মধ্যে আছে- এবারের নির্বাচনে নির্বাচিত হয়েছেন এবং সর্বশেষ কমিটিতে ছিলেন, তাদের স্বপদে বহাল রাখা। তার মধ্যে উল্লেখযোগ্য, নারী উইংয়ের প্রধান থাকছেন মাহফুজা আক্তার কিরনের বহাল থাকা। নতুন কমিটিতে জায়গা পাওয়া কয়েকজন হলেন- ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, মার্কেটিং কমিটি চেয়ারম্যান ফাহাদ করিম, ঢাকা মেট্রোপলিটন লিগ কমিটি চেয়ারম্যান সাব্বির আহমেদ আরিফ, পাইওনিয়ার লিগ কমিটির চেয়ারম্যান টিপু সুলতান। এদিকে স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান করা হয়েছে দুজনকে। দেশের ৬৪টি জেলায় দুই ভাগে দুজন দায়িত্ব পালন করবেন। ৩২টি করে জেলার দায়িত্বে থাকবেন যথাক্রমে গোলাম গাউস ও বিজন বড়ুয়া।
দেশে বয়সভিত্তিক টুর্নামেন্ট চায় ফিফা। এমনটাই জানা গেছে কয়েকদিন আগে। নতুন নির্বাচিত কমিটি ফিফার চাওয়া মতো এগুতে চাইছে। বিষয়টি গুরুত্ব দিয়ে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ পর্যায়ে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনূর্ধ্ব ১৫ ন্যাশনাল কাপ চেয়ারম্যান মঞ্জুরুল করিম এবং অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্ট টিম কমিটি চেয়ারম্যান সাইদ হাসান কানন। এ ছাড়া জেলা ফুটবল অ্যাসোসিয়েশন কমিটি (ডিএফএ চেয়ারম্যান) হিসেবে থাকবেন ইকবাল হোসেন। টেকনিক্যাল কমিটি চেয়ারম্যান করা হয় কামরুল হাসান হিল্টনকে। আর বাফুফে গঠনতন্ত্র সংশোধন ও ইলেকশন কমিটিতে জায়গা পেয়েছেন ড. মো. জাকারিয়া, জাইন হোসেন ও ব্যারিস্টার মীর মো. ইমরান হোসেন। ডিএফএ মনিটরিং কমিটির প্রধান, এ বি এম মঞ্জুরুল আলম দুলাল। সভায় গঠিত কমিটির মেয়াদ থাকবে এক বছরের জন্য। তবে ফাইন্যান্স কমিটির মেয়াদই কেবল আগামী চার বছরের জন্য।
সভায় গৃহীত সিদ্ধান্তের মদ্যে একটি হলো ঝুলে থাকা সদস্য পদে পুনর্নির্বাচন আয়োজন। বাফুফের ১৫টি নির্বাহী সদস্য পদে লড়াই করে নির্বাচিত হন ১৪ জন। মো. একলাস উদ্দিন ও মোহাম্মদ সাইফুর রহমান মনি সমান ৬১টি করে ভোট পাওয়ায় ঝুলে থাকে একটি পদের প্রার্থী বাছাই। এই দুজনের মধ্যে থেকে একজনকে বাছাই করতে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর।
"