ক্রীড়া ডেস্ক
এমবাপ্পেকে ছাড়াই দল ঘোষণা ফ্রান্সের
কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই উয়েফা নেশনন্স ফুটবল লিগে দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ফ্রান্স। ফর্মহীনতার কারণে ইসরায়েল ও ইতালির বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি এমবাপ্পের। গত মাসে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারেননি এমবাপ্পে।
দ্রুতই জাতীয় দলে ফেরার ইচ্ছা ছিল তার। কিন্তু স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের হয়ে ভালো সময় যাচ্ছে না এমবাপ্পের। তাই এমবাপ্পেকে দলে রাখেননি ফরাসি কোচ দিদিয়ের দেশ্যম। দল নিয়ে দেশ্যম বলেন, ‘আমি তার সঙ্গে আলোচনা করেছি। সিদ্ধান্তটি আমি দুই ম্যাচের জন্য নিয়েছি। সে দলে ফিরতে চেয়েছিল। আমি তাদের মতামত শুনি। আমি সবসময় এমন আলোচনা দ্বারা অনুপ্রাণিত হই। সেটা ব্যক্তিগত বা দলগতভাবেই হোক না কেন।’আগামী ১৪ ও ১৭ নভেম্বরে যথাক্রমে ইসরায়েল ও ইতালির বিপক্ষে খেলবে ফ্রান্স।
ফ্রান্স দল : গোলরক্ষক- লুকাস চেভালিয়ার, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা। ডিফেন্ডার- জোনাথন ক্লস, লুকাস ডিগনি, ওয়েসলি ফোফানা, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, হুলেস কুন্ডে, উইলিয়াম সালিবা, দায়ত উপামেকানো। মিডফিল্ডার- এদুয়ার্দো কামাভিঙ্গা, মাতেও গুন্দোউজি, এনগোলা কন্তে, মানু কনে, আদ্রিয়ান র্যাবিও, ওয়ারেন জায়ার এমেরি। ফরোয়ার্ড- ব্র্যাডলি বারকোলা, উসমান ডেম্বেলে, র্যান্ডাল কোলো মুয়ানি, ক্রিস্টোফার এনকুনকু, মিকায়েল অলিস ও মার্কাস থুরাম।
"