ক্রীড়া ডেস্ক
চেলসির গোলবৃষ্টি, হারের বৃত্ত ভাঙল ম্যানইউ
ম্যাচটা শেষ হতেই যেন হাঁফ ছেড়ে বাঁচলেন ওজনেন ক্যাঙ্কারাভিচ। দেড় ঘণ্টার কী ঝড়টাই না বয়ে গেল আর্মেনিয়ান গোলরক্ষকের ওপর দিয়ে! রীতমতো গোলের বন্যায় ভেসে গেলেন ক্যাঙ্কারাভিচ ও তার দল নোয়াহ। তাদের এ দুঃস্বপ্ন উপহার দিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। গত বৃহস্পতিবার রাতে স্টামফোর্ড ব্রিজে আর্মেনিয়ান ক্লাবকে ডেকে এনে ৮-০ গোলে চূর্ণ করেছে চেলসি। ইউরোপের তৃতীয় সারির ক্লাব টুর্নামেন্ট উয়েফা কনফারেনস লিগে এটাই সবচেয়ে বড় জয়। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে মৌসুম শুরুর তিন ম্যাচে ১৬ গোল করল চেলসি। প্রতিযোগিতায় এটা চেলসির টানা তৃতীয় জয়। পশ্চিম লন্ডনের ক্লাবটির হয়ে জোড়া গোল করেন জোয়াও ফেলিক্স ও ক্রিশ্চিয়ান এনকুঙ্কু। এছাড়া স্কোরশিটে নাম লেখান আদারাবিও, মার্ক জিউ, দিয়াসি ও মুডরিক। এনজো ফার্নান্দেজ গোল না পেলেও করেন অ্যাসিস্টের হ্যাটট্রিক। খর্বশক্তির নোয়াহকে পেয়ে ম্যাচের শুরু থেকেই ছেলেখেলায় মেতে ওঠে চেলসি। ৪১ মিনিটের মধ্যে আর্মেনিয়ান ক্লাবটির জালে ছয়বার বল পাঠায় তারা। দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা ‘মানবিক’ হয়েছে চেলসি। দাপুটে এ জয়ে নকআউট পর্বের পথে একধাপ এগিয়ে গেল তারা।
চেলসির বিশাল জয়ের রাতে সঙ্গী হয়েছে স্বদেশি ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তারা অবশ্য ইউরোপের দ্বিতীয় সারির ক্লাব টুর্নামেন্ট উয়েফা ইউরোপা লিগে খেলছে। প্রতিযোগিতায় প্রথম তিন ম্যাচেই প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে দলটি। অবশেষে ড্রয়ের বৃত্ত ভাঙল তারা। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পিএওওকের বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে ম্যানইউ। দ্বিতীয়ার্ধে ম্যাচের দুটি গোলই করেন আমাদ দায়ালো। ইউরোপা লিগের চলতি মৌসুমে এটাই প্রথম জয় রেড ডেভিলসদের। এ জয়ে ভারপ্রাপ্ত কোচ রুদ ফন নিস্টলয়ের অধীনে অজেয় থাকল ম্যানইউ। ডাচ এ কোচের সময়ে তিনি ম্যাচের দুটিতেই জিতেছে তারা। তিন দিন বাদেই স্থায়ী প্রধান কোচ হিসেবে ম্যানইউ যোগ দেবেন রুবেন আমোরিন। পর্তুগিজ কোচ আসার পর তার সহকারী হিসেবে কাজ করবেন নিস্টলরয়। নতুন কোচ আসার আগে দলে একটা ভালো আবহ-ই তৈরি করলেন তিনি।
"