ক্রীড়া ডেস্ক
আর্সেনাল-পিএসজির হার বায়ার্নের জয়
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ৪-১ গোলে হার। সেই হারের ধাক্কা ভালোভাবেই সামলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান বুন্দেসলিগায় ফিরেই টানা তিনটি বড় নিয়ে মাঠ ছেড়েছে বাভারিয়ানরা। এবার চ্যাম্পিয়নস লিগেও জয়ের ফিরল ভিনসেন্ট কোম্পানির দল।
পরশু রাতে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ এরিনায় বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ৬৭ মিনিটে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেছেন জার্মান সেনসেশন জামাল মুসিয়ালা। প্রতিযোগিতায় চার ম্যাচে এটা বায়ার্নের দ্বিতীয় হার। আগের দুই ম্যাচে হেরেছিল তারা।
বায়ার্ন মিউনিখের জয়ের রাতে সঙ্গী হয়েছে সাবেক চ্যাম্পিয়ন ইন্টার মিলান। সান সিরোতে আর্সেনালকে ডেকে নিয়ে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ইতালিয়ান ক্লাবটি। ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে রেফারির একটি বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত। ম্যাচ তখন বিরতির আগ মুহূর্তে।
উপহারসূচক পেনাল্টি কাজে লাগায় ইন্টার মিলান। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্পট কিক থেকে গোল করেন হাকান কালহানোগলু। ম্যাচ শেষে এই পেনাল্টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা; রেফারিকে ধুয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ।
ওদিকে ঘরের মাঠ পার্ক ডু প্রিন্সেসে অঘটনের শিকার হয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এগিয়ে থেকেও অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে গেছে প্যারিসিয়ানরা। ফ্রেঞ্চ লিগ ওয়ানে অপরাজিত থাকা দলটা চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে চার ম্যাচের দুটিতে হারের স্বাদ পেল।
পরিচিত দর্শকদের সামনে ১৪ মিনিটে লিড নেয় পিএসজি। গোল করেন জায়ের-এমেরি। চার মিনিটের মধ্যে স্বাগতিকদের গোলের আনন্দ মাটি করে দেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটিকে সমতায় ফেরান আর্জেন্টাইন তারকা নাহুয়েল মোলিনা। এরপর লম্বা সময় কাটে গোলখরায়।
ম্যাচটা ড্রয়ের আশঙ্কা জাগিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে জয়সূচক গোল করেন আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল মার্টিন কোররেয়া।
চার ম্যাচে এটা দ্বিতীয় জয় অ্যাটলেটিকো মাদ্রিদের। টুর্নামেন্টে জয় দিয়ে শুরুর পর টানা দুই ম্যাচ হেরেছিল তারা। অবশেষে জয়ে ফিরল ডিয়েগো সিমনের দল।
এদিকে টানা জয়ে উড়তে থাকা অ্যাস্টন ভিলা চতুর্থ ম্যাচে এসে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে। ক্লাব ব্রুজের মাঠে গিয়ে ১-০ গোলে হেরে গেছে ইংলিশ ক্লাবটি। অন্য ম্যাচে ইয়াং বয়েজকে ২-১ গোলে হারিয়েছে শাখতার দানেৎস্ক। প্রতিযোগিতার চলতি মৌসুমে এটাই প্রথম জয় ইউক্রেনের ক্লাবটির।
একনজরে ফলাফল
বায়ার্ন মিউনিখ ১-০ বেনফিকা
ফেনুর্ড ১-৩ সালজবুর্গ
ইন্টার মিলান ১-০ আর্সেনাল
পিএসজি ১-২ অ্যাটলেটিকো মাদ্রিদ
স্পার্তা প্রাহা ১-২ ব্রেস্ট
স্টুটগার্ট ০-২ আটালান্টা
রেডস্টার বেলগ্রেড ২-৫ বার্সেলোনা
ক্লাব ব্রুজ ১-০ অ্যাস্টন ভিলা
শাখতার দানেৎস্ক ২-১ ইয়াং বয়েজ
"