ক্রীড়া ডেস্ক

  ০৭ নভেম্বর, ২০২৪

ছন্নছাড়া পারফরম্যান্সে খুশি নন আনচেলত্তি

মিলানের কাছে ধরাশায়ী রিয়াল

মাত্র কদিন আগেই নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই ক্ষতই এখনো দগদগে। এরই মধ্যে তাদের নতুন করে যন্ত্রণা দিল এসি মিলান। এবার চ্যাম্পিয়ন্স লিগেও ঘরের মাঠে বিধ্বস্ত হলো বর্তমান চ্যাম্পিয়নরা। দলের এমন অবস্থায় চিন্তায় পড়েছেন কোচ কার্লো আনচেলত্তি। দিন দশেক আগে লা লিগায় বার্সেলোনার কাছে ৪-০ গোলে হারা রিয়াল চ্যাম্পিয়ন্স লিগেও থাকল অচেনা। সান্তিয়াগো বার্নাব্যুতে সমর্থকদের সামনে এসি মিলানের কাছে হারল ৩-১ গোলে। এমন হার কোন রিয়াল সমর্থকেরই হজম হওয়ার কথা নয়, রিয়াল কোচেরও হচ্ছে না।

এসি মিলান ইতালিয়ান লিগেও খুব একটা ছন্দে নেই। এই দলটির বিপক্ষে এভাবে হারা অনেকে মানতেই পারছে না। ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, তারা বেশ ছন্নছাড়া অবস্থায় আছেন, ‘দল ভালো খেলছে না, আমাদের দুশ্চিন্তা করতেই হচ্ছে। আমরা অগোছালো আছি। দল আরও গোছাতে হবে, অনেক গোল হজম করেছি আমরা। এসব নিয়ে কাজ করতে হবে। এই মুহূর্তে দলের অবস্থার দিকে মনোযোগ দিতে হবে। দল সেরা অবস্থায় নেই। নিজেদের মান বাড়াতে হবে। সব প্রতিযোগিতায় যাতে লড়াই করা যায়।

প্রশ্ন উঠছে রিয়াল কি নিজেদের তাতিয়ে দিতে পারছে না? মানসিকভাবেও কি পিছিয়ে পড়ছে? আনচেলত্তি অবশ্য সেদিকে যেতে চাইলেন না, তার মনে হচ্ছে মাঠের ভেতর কোন একটা কিছুর ঘাটতি রয়ে গেছে, আসলে প্রেরণার ঘাটতি বা মানসিক সমস্যা হয়নি। এটা সম্মিলিত একটা ব্যর্থতা। যত দ্রুত সব ঠিক করতে হবে। মাঠের ভেতর কিছু একটা ঠিকঠাক হচ্ছে না সেজন্য নিজেদের সেরা অবস্থা দেখাতে পারছি না। অবশ্যই এসব ঠিক করা লাগবে। খেলা শুরুর আগে ভ্যালেন্সিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি শোক প্রকাশ করা হয়। প্রথমার্ধের তৃতীয় মিনিটেই ম্যাচের প্রথম সুযোগটি আসে কিলিয়ান এমবাপের সামনে। কিন্তু বার্সার বিপক্ষে অনেক সুযোগ হাতছাড়া করা ফরাসি স্ট্রাইকার এদিনও ভীষণ হতাশ করেন। লুকাস ভাজকেজের পাসে তার কোনাকুনি শট দূরের পোস্ট খুঁজে নিতে পারেনি। চার মিনিট পর লুকা মদ্রিচের ফ্রি-কিক অনায়াসে লুফে নেন মিলানের গোলরক্ষক মাইক মেনিয়ঁ।

দ্বাদশ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে রিয়াল। ক্রিস্টিয়ান পুলিসিচের কর্নারে জোরালো হেডে বল জালে পাঠান জার্মান ডিফেন্ডার চিয়াও। লড়াইয়ে সমতা ফিরতে পারত দুই মিনিটের মধ্যেই। কিন্তু মেনিয়ঁ দৃঢ়তার ছাপ রেখে ঝাঁপিয়ে করেন জোড়া সেভ। এমবাপের শট ফেরানোর পর ভিনিসিয়ুসের প্রচেষ্টাও রুখে দেন তিনি।রিয়ালের চাপ ধরে রাখাকে পূর্ণতা দিয়ে ২৩তম মিনিটে বার্নাব্যুর গ্যালারিতে হাসি ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস। পানেনকা শটে তিনি জাল কাঁপিয়ে স্কোর লাইন ১-১ করেন। ডি-বক্সে তাকেই স্বদেশি ডিফেন্ডার এমারসন ফেলে দেওয়ায় রেফারি বাজিয়েছিল পেনাল্টির বাঁশি।

৩২ মিনিটে রেইন্ডার্সের জোরালো নিচু শট ঠেকান আন্দ্রিই লুনিন। কিন্তু সাত মিনিট পর আর জাল অক্ষত রাখতে পারেননি রিয়ালের ইউক্রেনিয়ান গোলরক্ষক। নিজেদের সীমানায় আহেলিয়া চুয়ামেনির ভুল পাস ধরে আক্রমণ শানায় মিলান। পুলিসিচের কাছ থেকে ডি-বক্সে বল পেয়ে শট নেন রাফায়েল লেয়াও। তা পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হন লুনিন। আলগা বল অনায়াসে জালে ঠেলে দেন রিয়ালের সাবেক স্প্যানিশ স্ট্রাইকার মোরাতা।

আবার সমতায় ফিরে বিরতিতে যাওয়ার সুযোগ ছিল রিয়ালের। তবে আরেক দফা ভীষণ আক্ষেপ জাগান এমবাপে। এদার মিলিতাওয়ের থ্রু বল মাঝমাঠে নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও জালের ঠিকানা খুঁজে নিতে পারেননি। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে মিলান ব্যবধান আরো বাড়াতে পারত। ডানপ্রান্ত থেকে এমারসনের মাপা ক্রসে পর্তুগিজ উইঙ্গার লেয়াওয়ের হেড রুখে দক্ষতার ছাপ রাখেন লুনিন। পিছিয়ে থাকা রিয়াল মরিয়া হয়ে উঠলেও আক্রমণে কাঙ্ক্ষিত ধার দেখাতে পারছিল না। উল্টো ৭৩তম মিনিটে ফের গোলের উল্লাস করে মিলান। রিয়ালের রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগিয়ে লেয়াওয়ের পাসে লক্ষ্যভেদ করেন ডাচ মিডফিল্ডার রেইন্ডার্স।

৮১ মিনিটে জার্মান ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার জোরালো ভলিতে বল পাঠান জালে। জেগে ওঠে শিরোপাধারী রিয়ালের ঘুরে দাঁড়ানোর আশা। যদিও সেটা ফিকে হয়ে যায় অল্প কিছুক্ষণের মধ্যেই। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি গোল বাতিল করেন অফসাইডের কারণে।

ম্যাচের একদম শেষদিকে দুই দলই একটি করে সুবর্ণ সুযোগ নষ্ট করে। ৮৭তম মিনিটে থিও হার্নান্দেজের ক্রসে রুবেন বদলি লফটাস-চিকের শট আটকে দেন লুনিন। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফরাসি গোলরক্ষক মেনিয়ঁ আবার বাধার দেয়াল হয়ে আবির্ভূত হন। ভিনিসিয়ুসের ক্রসে বদলি ব্রাহিম দিয়াজের হেড গোললাইন পেরোতে দেননি তিনি।চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে নেমে গেছে রিয়াল। সমান ম্যাচে পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা মিলান উঠে এসেছে ১৮ নম্বরে। চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে ইংলিশ ক্লাব লিভারপুল। একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে লেভারকুসেনকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। চার ম্যাচের সবকটিতে জিতে তাদের অর্জন পূর্ণ ১২ পয়েন্ট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close