ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের দাপট
গত মৌসুম শেষে অ্যানফিল্ড ছেড়ে গেছেন ইয়ুর্গেন ক্লপ। লিভারপুলের ইতিহাসের অন্যতম সেরা কোচের প্রস্থান ভক্তদের মন খারাপ করে দিয়েছিল। নতুন কোচ আর্নে স্লট এসে যেন সবার মন ভালো করে দিলেন; জার্মান কোচের শূন্যতা বুঝতেই দিচ্ছেন না তিনি। অল রেডদের কোচ হিসেবে দায়িত্ব নিয়েই একটার পর একটা রেকর্ড গড়ে চলেছেন স্লট।
ডাচ কোচের দুর্দান্ত কৌশলের সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। অল রেডরা এবার নতুন মোড়কের উয়েফা চ্যাম্পিয়নস লিগ টেবিলেরও চূড়ায় উঠেছে। টুর্নামেন্টের নতুন মৌসুমে প্রথম দল হিসেবে চার ম্যাচের চারটিতে জিতেছে ইংলিশ জায়ান্টরা। তাদের ছোঁয়ার সুযোগ আছে কেবল অ্যাস্টন ভিলার। তিনটি জয় তাদের। বাকি সব দলের শতভাগ জয়ের রেকর্ড শেষ হয়ে গেছে।
লিভারপুল সবশেষ জয়টি পেল মঙ্গলবার রাতে। ঘরের মাঠ অ্যানফিল্ড স্টেডিয়ামে বায়ার লেভারকুজেনকে ডেকে এনে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে অল রেডরা। ম্যাচের সবকটি গোল হয়েছে বিরতির পর। হ্যাটট্রিক করেছেন লুইস লুইস দিয়াজ। অন্য গোলটা কোডি গাকপোর। দুজনকে দিয়ে দুটি গোল করিয়ে নেপথ্য নায়ক হয়ে থাকলেন মিশরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ। অসম লড়াই শুরুই হয়েছে অন্যরকম এক আবহে। এদিন ঘরের ছেলে জাবি আলোনসো ফিরে এসেছেন লাল দুর্গে। স্প্যানিশ কোচের ফেরা শত্রুবেশে। পাঁচ বছর লিভারপুলের হয়ে খেলেছিলেন আলোনসো। এরপর কোচিং ক্যারিয়ারের শুরুতেই হই চই ফেলে দিয়েছিলেন তিনি। তার কোচিংয়েই জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের প্রায় এক যুগের রাজত্ব শেষ হয়েছে।
আলোনসোর হাত ধরে স্বপ্নের প্রথম লিগ শিরোপার স্বাদ পায় লেভারকুজেন। অমন সাফল্যের পর সাবেক মিডফিল্ডার ও স্প্যানিশ কোচকে খুব করেই পেতে চেয়েছিল লিভারপুল। কিন্তু প্রাক্তন ক্লাবের ডাকে সাড়া না দিয়ে লেভারকুজেনেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন আলোনসো। খুব স্বাভাবিকভাবেই তার অ্যানফিল্ড প্রত্যাবর্তন লিভারপুল ভক্তদের মনে শীতল ঝড় বইয়ে দিয়েছে। কিন্তু সাবেক ক্লাবের বিরুদ্ধে কিছু করতে পারলেন না আলোনসো।
"