ক্রীড়া ডেস্ক

  ০৬ নভেম্বর, ২০২৪

এমবাপ্পেকে যে পরামর্শ দিলেন বেনজেমা

রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর যেন নিজেকে হারিয়ে খুঁজছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজিতে খেলতেন ৭ নম্বর জার্সি পরে, তবে রিয়ালে এসে তাকে খেলতে হচ্ছে ৯ নম্বর জার্সি পরে। শুধু জার্সি নাম্বারই নয়, পরিবর্তন হয়েছে তার পজিশনেও। ফরাসি ক্লাবে লেফট উইংয়ে খেললেও রিয়ালে তাকে খেলতে হচ্ছে একজন সেন্টার ফরোয়ার্ড হিসেবে। কিন্তু করিম বেনজেমা মনে করেন, রিয়ালের ৯ নম্বর জার্সি এমবাপ্পের জন্য নয়।

বিশ্বকাপজয়ী কিলিয়ান এমবাপ্পে পিএসজিতে অনেক খ্যাতি অর্জন করেছেন। তিনি যখন সেখানে লেফট উইংয়ে খেলতেন, তখন সবসময় সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার নাম থাকতো। তার গতি রয়েছে, ভাল ফিনিশার, আক্রমণাত্মক খেলার জন্য সে সবসময়ই সেরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে লম্বা একটা সময় পার করেছেন করিম বেনজেমা। লস ব্লাঙ্কোসদের হয়ে তিনিও ৯ নম্বর জার্সি পরেই খেলতেন। বেনজেমা জানেন এখানে খেলার চাপ কেমন। আর নাম্বার ৯-এর ওপর তো আলাদা একটা চাপ থাকেই। ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস এখানে অনেক দিন ধরেই খেলেন, তিনি তার পজিশন পাকাপোক্ত করে নিয়েছেন।

ভিনিসিয়াস জুনিয়র খেলেন লেফট উইংয়ে। এমবাপ্পে যখন পিএসজিতে ছিলেন, তখন তিনি এই পজিশনেই বেশি খেলতেন। লেফট উইংয়ে বেশ সফলও হয়েছেন ফরাসি এই তারকা। তবে রিয়ালে এসে তাকে খেলতে হচ্ছে ফরোয়ার্ড পজিশনে।

সাবেক রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা বলেছেন, ‘সমস্যাটা হচ্ছে এখানে, তিনি সেন্টার ফরোয়ার্ড নয়। ফ্রান্সের হয়ে যতবারই তিনি নাম্বার ৯ পজিশনে খেলেছেন, ততবারই তিনি ফ্লপ। এটা তার পজিশন নয়। সমস্যাটা এটা যে, লেফট উইংয়ে এখানে আরো একজন খেলোয়াড় আছেন এবং তিনি তার সমপর্যায়ের খেলোয়াড়। আপনি ভিনিকে রাইট উইং কিংবা সেন্টার ফরোয়ার্ডে খেলাতে পারবেন না। এখন দেখা যাক আনচেলত্তি কিভাবে এটা করেন।’

‘এমবাপ্পে নাম্বার ৯-এর জন্য নয়, রিয়াল মাদ্রিদে এই পজিশনে অনেক বেশি প্রেসার থাকে। এটা পিএসজি নয়, তার হাল ছেড়ে দেয়া উচিত নয়। আমি মনে করি না যে ভিনিসিয়াসকে তার পজিশন থেকে সরিয়ে নেবেন কার্লো। ভিনিসিয়াস তার পজিশনে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়। এমবাপ্পেকে লেফট (লেফট উইং) ভুলে যেতে হবে। তাকে নাম্বার ৯ হিসেবে তৈরি হতে হবে। সে (এমবাপ্পে) লেফট উইংয়ে খুব ভালো ছিল, এবং এখন তাকে অন্য কোথাও (সেন্টার ফরোয়ার্ড) ভালো হতে হবে।’

রিয়াল মাদ্রিদের হয়ে মোট ১৪টি মৌসুম পার করেছেন বেনজেমা। ব্লাঙ্কোসদের হয়ে মোট ৩৫৪টি গোল করেছেন তিনি। রিয়ালে থাকাকালীন অবস্থাতেই একবার ব্যালন ডি’অর জিতেছেন করিম বেনজেমা। ‘প্রথম বছরে আমার পরিস্থিতি এবং এমবাপ্পের পরিস্থিতি এক নয়। আমার তখন ২১ বছর ছিল, তার (এমবাপ্পের) ২৫। এটা সেইম নয়, সে জানে এই পজিশনে রিয়ালে অনেক চাপ থাকে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close