ক্রীড়া ডেস্ক

  ০৬ নভেম্বর, ২০২৪

অস্ট্রেলিয়া সিরিজের ওপর নির্ভর করছে গম্ভীরের ভাগ্য!

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যর্থতায় এবার কাঠগড়ায় ভারত দলের হেড কোচ গৌতম গম্ভীর। বাড়তি সুযোগ-সুবিধা নেওয়ার পরও তার অধীনে দলের এমন হাল নিয়ে হচ্ছে বিস্তর আলোচনা-সমালোচনা। ভারতের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিসিআইও চটেছে তার ওপর। গুঞ্জন উঠেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে ভারত দলে গম্ভীরের ভবিষ্যৎ।

চেয়েছিলেন পছন্দ মতো কোচিং স্টাফ। দায়িত্ব নেয়ার আগে বলেছিলেন দল নির্বাচনে পূর্ণ স্বাধীনতা দেয়ার কথা। বেতনটাও হাঁকিয়েছিলেন আকাশচুম্বী। তবে সব শর্ত মানার পরও গৌতম গম্ভীরের অধীনে আশানুরূপ সাফল্যের মুখ দেখছে না ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্নটাও ফিকে হতে শুরু করেছে। তাই এবার বাধ্য হয়েই কঠিন পথে বিসিসিআই। রোহিত-কোহলিদের নিয়েও আসতে পারে বড় সিদ্ধান্ত।

১৬ বছর পর ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েই কোচের দায়িত্ব ছাড়েন রাহুল দ্রাবিড়। এরপর গম্ভীরকে নিয়ে অনেক আলোচনা থাকলেও তার একের পর এক শর্তে তৈরি হয়েছিল জটিলতা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close