ক্রীড়া ডেস্ক
০৬ নভেম্বর, ২০২৪
নতুন চোটে হতাশ হওয়ার কিছু না নেইমার
এক বছরের বেশি সময় পর মাঠে ফিরে দ্বিতীয় ম্যাচেই ফের চোট পেয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকার চোটের খবর ভয় ধরিয়ে দিয়েছে সমর্থকদের মনে। তবে নেইমার নিজে আশ্বস্ত করেছেন যে এবারের চোটটা গুরুতর নয়।এসিএল চোট সেরে দীর্ঘদিন পর গত সপ্তাহে আল-হিলালের হয়ে মাঠে ফেরেন নেইমার। বদলি নেমে প্রথম ম্যাচ খেলেন নিরাপদেই। দ্বিতীয় ম্যাচেও তাকে বদলি হিসেবেই নামানো হয়। বিরতির পর নেমে ৩০ মিনিটের বেশি খেলতে পারেননি এই তারকা। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি।
তার বেরিয়ে যাওয়ার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তরা প্রকাশ করতে থাকেন হতাশা। পরে ইন্সটাগ্রামে নেইমার নিজের আপডেট দিয়ে লেখেন, ‘আশা করছি বেশি কিছু হয়নি। এটা স্বাভাবিক এক বছর পর ফিরলে এমন হতে পারে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন