ক্রীড়া ডেস্ক

  ০৫ নভেম্বর, ২০২৪

ওল্ড ট্রাফোর্ডে অমীমাংসিত মহারণ

প্রধান কোচ এরিক টেন হাগকে বরখাস্ত করা হয়েছে। ডাচ কোচের শূন্যস্থান পূরণে স্থায়ী কোচও এরই মধ্যে খুঁজে নেওয়া হয়েছে। নতুন কোচ হিসেবে আসছেন রুবেন আমোরিন। আগামী ১১ নভেম্বর রেড ডেভিলসদের কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি। নতুন কোচ আসার আগ পর্যন্ত ইউনাইটেড খেলছে সহকারী কোচ রুদ ফন নিস্টলরয়ের অধীনে। টেন হাগের বিদায়ের পর দুটি ম্যাচও খেলেছে রেড ডেভিলসরা। যার একটিতেও হারেনি তারা। ইংলিশ লিগ কাপে বড় জয় দিয়ে দলটি উঠেছে কোয়ার্টার ফাইনালে।

পরশু রাতে ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগেও জয়ের সম্ভাবনা জাগিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ অবধি বড় ম্যাচে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নিস্টলরয়ের দল। ভারপ্রাপ্ত কোচের পারফরম্যান্সে মুগ্ধ ভক্তরা। তাকেই স্থায়ী কোচ হিসেবে চান তারা।মহারণের দীর্ঘ সময় কেটেছে গোলখরায়। ৭০ মিনিটে খুলেছে গোলমুখ। সেটিও পেনাল্টি থেকে। স্পট কিক থেকে গোল করেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close