ক্রীড়া ডেস্ক
রোমাঞ্চকর জয়ে সমতায় ইংল্যান্ড
শুরুর জোড়া ধাক্কা সামলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ গড়ল রানের পাহাড়। সেই রানপাহাড় হেসেখেলেই টপকে গেল ইংল্যান্ড। ব্যাটারদের সাহসী রান তাড়ায় ইংলিশরা তুলে নিলো পাঁচ উইকেটের দারুণ জয়। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরল সফরকারীরা।
পরশু রাতে অ্যান্টিগায় টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ৩২৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে পাঁচ উইকেট হারিয়ে ১৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড (৩২৯/৫)। আগামী বুধবার বার্বাডোজে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। রান তাড়ায় ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিয়াম লিভিংস্টোন। দলকে জেতানোর পাশাপাশি তিনি তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৮৫ বলে ১২৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন লিভাংস্টোন। অজেয় ইনিংসে পাঁচটি চার ও নয়টি ছক্কা হাঁকান তিনি। ম্যাচজয়ী ইনিংস খেলার পথে লিভিংস্টোন যোগ্য সঙ্গ পেয়েছেন জ্যাকব বেথেল ও স্যাম কারানের কাছ থেকে। দুজনই পেয়েছেন হাফসেঞ্চুরি। ৫৭ বলে ৫৫ রানে আউট হন বেথেল। ৫২ বলে ৫২ রানে ফেরেন কারান। এ ছাড়া ওপেনার ফিলিপ সল্টের ব্যাট থেকে ৫৯ বলে আসে ৫৯ রান। এর আগে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হয়নি। ১২ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা। পরে ইনিংসের হাল ধরেন কেসি কার্তি ও অধিনায়ক শাই হোপ। তৃতীয় উইকেটে ১৩৩ রানের জুটি ভাঙে কার্তির বিদায়ে। ৭৭ বলে ৭১ রানে আউট হন তিনি। তবে শতক তুলে নেন হোপ। ১২৭ বলে ১১৭ রানে সাজঘরে ফেরেন ক্যারিবীয় দলপতি। ৩৬ বলে ৫৪ রান করেন শেরফানে রাদারফোর্ড। এ ছাড়া শিমরন হেটমায়ার ১১ বলে ২৪, রোস্টন চেজ ২২ বলে ২০* ও ম্যাথু ফোর্ড ১১ বলে ২৩* রান করেন।
"