ক্রীড়া ডেস্ক

  ৩১ অক্টোবর, ২০২৪

খলনায়ক রোনালদো, আল নাসরের বিদায়

দুঃস্বপ্নের একটা রাত কাটালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি কিংস কাপের শেষ ষোলোর ম্যাচজুড়ে নিষ্প্রভ থাকলেন তিনি। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে আল নাসরের স্বপ্ন বাঁচিয়ে রাখার সুযোগ পেয়েছিলেন পর্তুগিজ যুবরাজ। কিন্তু সুযোগ হেলায় হারালেন ‘সিআর সেভেন’।মঙ্গলবার রাতে কিংস কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে আল তাউনের কাছে ১-০ গোলে হেরে গেছে আল নাসর। ঘরের মাঠে ৭১ মিনিটে গোল হজম করেন রোনালদো অ্যান্ড কোং। আল নাসরের জালে বল জড়ান ওয়ালিদ আল-আহমেদ। গোলটার আর শোধ দিতে পারেনি স্বাগতিকরা।

তবে সুবর্ণ সুযোগ এসেছিল সমতায় ফেরার। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি পায় আল নাসর। স্পট কিক থেকে শট নিতে এগিয়ে আসেন রোনালদো। তার অতিমাত্রার আত্মবিশ্বাসই কাল হলো। রোনালদো বল পাঠিয়ে দিলেন গোলপোস্টের ওপর দিয়ে।সৌদি আরবের ফুটবল অধ্যায়ে এই প্রথম পেনাল্টি মিস করেছেন রোনালদো। এর আগে আল নাসরের হয়ে ১৮ পেনাল্টির সবকটি থেকেই গোল করেছিলেন তিনি। এবার এমন সময়ে পেনাল্টি মিস করলেন রোনালদো তাতে একটি শিরোপার আশাও শেষ হয়ে গেল তার।

মধ্যপ্রাচ্যের ফুটবলে পাড়ি জমানোর পর এখন অবধি কোনো শিরোপা জেতেননি রোনালদো। নতুন কোচ স্টিফানো পিওলি অবশ্য আশার কথাই শোনাচ্ছেন। তার বিশ্বাস এই মৌসুমে খালি হাতে ফিরবে না আল নাসর। এই মৌসুমে তাদের এখন দুটি শিরোপার জন্য লড়াই করতে হবে। একটি এশিয়ান চ্যাম্পিয়নস লিগ, অন্যটি সৌদি প্রো লিগ।অবশ্য পেনাল্টি মিস করে খলনায়ক বনে গেলেও হতাশায় ভেঙে পড়ছেন না রোনালদো। উঠে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন পর্তুগিজ যুবরাজ। নতুন সুযোগ দেখছেন তিনি। হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আল নাসর ফরওয়ার্ড বলেছেন, ‘প্রতিটি চ্যালেঞ্জই বড় হওয়ার সুযোগ করে দেয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close