ক্রীড়া ডেস্ক

  ৩০ অক্টোবর, ২০২৪

টেন হাগকে ধুয়ে দিলেন রোনালদো

শেষ পর্যন্ত ভেঙে গেল ক্লাব-কর্তাদের ধৈর্যের বাঁধ। প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এরিক টেন হাগকে। গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাচ কোচকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড প্রশাসন। টেন হাগের শূন্যস্থানে আপাতত কাজ চালিয়ে যাবেন সহকারী কোচ রুদ ফন নিস্টলরয়। টেন হাগের বরখাস্তের খবরটা শুনেছেন ম্যানইউ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। স্বাভাবিকভাবেই তার প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় ছিল ক্লাব ফুটবল দুনিয়া। সাবেক কোচকে নিয়ে পর্তুগিজ উইঙ্গারের আগে যা অবস্থান ছিল, এখনো তাই রয়েছে। নতুন করে টেন হাগকে ধুয়ে দিলেন তিনি। গতকাল সংবাদমাধ্যমকে আল নাসের ফরওয়ার্ড বলেন, ‘এরিক টেন হাগের জন্য আমার কোনো সম্মান নেই। কারণ সে আমাকে সম্মান করেনি।’ ডাচ কোচের প্রতি রোনালদোর যে ক্ষোভ কমেনি, সেটি তার কথাতেই পরিষ্কার। দ্বিতীয় মেয়াদে ‘সিআর সেভেনে’র ওল্ড ট্রাফোর্ড অধ্যায়টা দীর্ঘ হয়নি টেন হাগের কারণেই। অবশ্য রোনালদো ক্ষুব্ধ হলেও তাকে ‘আইডল’ হিসেবে মানা আলেসান্দ্রো গারনাচো অবশ্য টেন হাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর্জেন্টাইন স্ট্রাইকার বলেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ বস। আমি সবসময় আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনি আমাকে অনেক সুযোগ ও আত্মবিশ্বাস দিয়েছেন।’

গারনাচো যোগ করেন, ‘আপনার সঙ্গে কাটানো ভালো সময়গুলোর কথা আমি সবসময় মনে রাখব। আপনার জন্য শুভ কামনা রইল।’ ডাচ কোচের সামনের দিনগুলো শুভ হয় কি না, সেটি বলে দেবে সময়। কার্যত খারাপ অবস্থায় ম্যানইউকে রেখে গেলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচের একটিতে জিতেছে দল। বাজে পারফরম্যান্সের কারণে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে নেমে গেছে রেড ডেভিলসরা। লিগের নবম রাউন্ড শেষে ম্যানইউর সংগ্রহ স্রেফ ১১ পয়েন্ট। সর্বশেষ রবিবার রাতে ওয়েস্টহাম ইউনাইটেডের মাঠে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ ম্যাচের পরদিনই চাকরি হারালেন টেন হাগ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close