ক্রীড়া ডেস্ক

  ২৯ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ বোলারদের হুমকি মার্কারামের

সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। মিরপুর টেস্টে বাংলাদেশকে পাত্তাই দেয়নি প্রোটিয়ারা। প্রথম ইনিংসেই ১০৬ রানে অলআউট করে দিয়ে এগিয়ে গিয়েছিল তারা। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ কিছুটা লড়াই করলেও ৭ উইকেটের বড় হার এড়াতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের বোলারদের রীতিমতো হুমকি দিয়ে রেখেছেন প্রোটিয়া অধিনায়ক অ্যাইডেন মার্কারাম। তিনি মনে করেন প্রোটিয়া ব্যাটাররা বেশ ভালো করেই জানেন বাংলাদেশের বোলারদের কীভাবে চাপে ফেলতে হবে। তবে চট্টগ্রামের উইকেট কেমন হবে, সেটা দেখেই পরিকল্পনা সাজাতে চান তিনি।

এ প্রসঙ্গে মার্কারাম বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই নিজ নিজ পরিকল্পনা থাকে, আমার বিশ্বাস ছেলেরা এটা জানে। বাংলাদেশের বোলারদের চাপে কীভাবে ফেলতে হবে, সেটা নিয়ে ছেলেরা কাজ করছে। সেজন্য তাদের নিজেদের শক্তির জায়গা থেকে খেলতে হবে। উইকেট কেমন আচরণ করে বা করছে, সেটার ওপরে অনেকখানি নির্ভর করবে যে আমরা কীভাবে খেলব। আমাদের ওপরের সারির যে ৬ জন ব্যাটার আছে তারা সবাই রান করার জন্য ক্ষুধার্ত।’ বাংলাদেশকে প্রথম টেস্টে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে আছেন প্রোটিয়ারা। সেইসঙ্গে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে হেরে কিছুটা শঙ্কার মুখে পড়ে গেছে। ফাইনালে যাওয়ার সুযোগকে তিনি চাপ হিসেবে মানতে চান না। ফাইনালের আগে এখনো প্রোটিয়াদের বাকি ৫টি টেস্ট। বাকি ম্যাচগুলোয় ভালো খেলাই লক্ষ্য মার্কারামের। আপাতত ফাইনাল নিয়ে ভাবতে চান না দক্ষিণ আফ্রিকার এ ভারপ্রাপ্ত অধিনায়ক। ৫ টেস্টে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তবে সব ম্যাচেই সেশন বাই সেশন এগোতে চান তিনি।

নিজেদের লক্ষ্য নিয়ে মার্কারাম বলেন, ‘আমার মনে হয় না এটা চাপের কিছু, উল্টো আমার মনে হয় এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আমাদের হাতে আরো ৫টি ম্যাচ আছে, সেগুলোয় আমরা আমাদের সেরাটা দিয়ে খেলতে চাই। ফাইনাল খেলি বা না খেলি এটা পরের হিসেব। তবে আমাদের লড়তে হবে, বাকিটা ভাগ্যের ওপর। ৫টা টেস্ট কিন্তু কম নয়, অনেক চ্যালেঞ্জের খেলা, আমাদের সেশন বাই সেশন ভাবতে হবে। আমরা এ সুযোগটা লুফে নিতে আগ্রহী, নিজেদের এ সুযোগটা আমরা দিতে চাই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close