ক্রীড়া প্রতিবেদক

  ২৭ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ-ভুটান সেমিফাইনাল

‘আমরা সেরাটাই খেলব’

মারিয়া মান্ডা-আগের যে ভুটানের বিপক্ষে খেলেছি, আর এখনকার যে ভুটান তার মধ্যে অনেক পার্থক্য। তারা খেলায় অনেক উন্নতি করেছে। আমরা ভালোভাবেই সেভাবে প্রস্তুতি নিয়েছি। যেহেতু কালকে (আজ) তাদের সঙ্গে আমাদের সেমিফাইনাল, আমরা সেরাটাই খেলব।

আট গোল নিয়ে- ভুটানকে দুর্বল ভাবা যাবে না, আগে ৮টা গোল দিয়েছি বলে যে এখন দিতে পারব সেই চিন্তা নিয়ে মাঠে নামা উচিত না। আমরা তাদের কোনো গোল দেইনি, গোল দিতে হবে এটা মাথায় নিয়ে মাঠে নামব। তারা অনেক শক্তিশাল টিম এটা ভেবেই আমরা তাদের মোকাবিলা করব।

মাঝ মাঠ নিয়ে খেলায় সব বিভাগই গুরুত্বপূর্ণ। আমরা খালি মাঝ মাঠ, গোলকিপার নিযে ভাবব না, সব বিভাগ নিয়েই ভাবব।

সাবিনার অনুশীলন না করা নিয়ে- আজকে আপু আসে নাই। কিন্তু সবাই সুস্থ আছে। সবাই মাঠে নামার জন্য প্রস্তুত।

টোটাল প্রস্তুতি নিয়ে- ওরা অনেক ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। আমরা সেটা খেলতে পারি নাই। তবে আমরা যখন ক্লাব লিগ খেলতে গিয়েছি (ভুটানে) আমরা জানি তারা কতটা উন্নতি করেছে। আপনারা জানেন তাদের গোলকিপার ভালো করছে। সব দিক থেকেই তারা খুব স্ট্রং।

কোচ পিটার জেমস বাটলার- সবাই জানে খেলায় কতটা উন্নতি করেছে ভুটান। তাদেরকে সমীহ করতে হবে। মনে রাখতে হবে তারাও সেমিফাইনালিস্ট। তাদের প্রাপ্য সম্মানটুকু আমাদের দিতে হবে। তবে কেবল টেকনিক্যালি কিংবা ট্যাকটিক্যালি দিক থেকেই নয়, আমরা দুই দিক থেকেই উন্নতি করেছি।

কোচ ছোটনকে নিয়ে- আমরা উন্নতি করছি। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে মনোযোগ ধরে রাখা, যেটা কঠিন। আমি এটা নিয়ে আজ বলব। কঠিন, কেননা যারা বাফুফের সঙ্গে সম্পৃক্ত, সাবেক কোচেরা, তারা (দলকে) বিরক্ত ও প্ররোচিত করার চেষ্টা করছে। মেয়েদের পুরোপুরি অসত্য তথ্য দিচ্ছে। আমি মনে করি, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আমি জানি না, তাদের মধ্যে নিরাপত্তাহীনতাবোধ বা ঈর্ষাবোধ আছে কিনা। আমি মনে করি, এমন পরিস্থিতিতে একটা দল গোছানোর চেষ্টা করা কঠিন। যেখানে একটা টুর্নামেন্টে আমরা ফাইনাল খেলার দিকে আছি, এমন সময় এটা করা ঠিক না। একেবারেই অপেশাদার বিষয় এটি।

সাবিনাকে নিয়ে সাবিনা অসুস্থ, সম্ভবত জ্বরে ভুগছে। আমি আসলে এখন পর্যন্ত জানি না, তার সঙ্গে কথা হয়নি। তবে তাকে জন্মদিনের শুভেচ্ছা। আমার মনে হয় সে খেলতে পারবে না। তবে এটা কোনো সমস্যা হবে বলে মনে করি না। ফরোয়ার্ডে আমাদের হাতে বিকল্প আছে। সাগরিকা, মনিকারা ফরোয়ার্ডে থাকতে পারেন।

দেখুন আমি ইংল্যান্ড থেকে এসেছি। ফুটবল নিয়ে যে দেশটা চিন্তায় চেতনায় বিশ্বের অন্যতম সেরা দেশ। আমি বাংলাদেশকে সাফল্য এনে দিতে চাই। মানুষের মুখে হাসি ফোটাতে চাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close