ক্রীড়া ডেস্ক
রাচিনের শতক
ঘুরে দাঁড়াতে লড়ছে ভারত
প্রথম ইনিংসে ভয়ানক ব্যাটিং বিপর্যয়ের পর স্রেফ ৪৬ রানে অলআউট হয়েছে ভারত। জবাব দিতে নেমে বড় লিড নিয়েছে নিউজিল্যান্ড। ৪০২ রানে কিউইদের প্রথম ইনিংস থামিয়ে ফের ব্যাটিংয়ে নেমেছে রোহিত শর্মার দল। এবার অবশ্য ইনিংসের শুরুটা ভালোই হয়েছে তাদের। ম্যাচে ফিরতে লড়াই শুরু করেছে তারা।
গতকাল শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষে তিন উইকেটে ২৩১ রান তুলে দ্বিতীয় ইনিংসের খেলা আপাতত শেষ করেছে ভারত। নিউজিল্যান্ডকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামাতে রোহিত অ্যান্ড কোংকে করতে হবে অন্তত আরো ১২৫ রান। ব্যাঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আশার প্রদীপ হয়ে ?টিকে আছেন সরফরাজ খান।
দ্বিতীয় ইনিংসে ভারতের শুরুটা হয়েছে দারুণ। উদ্বোধনী জুটিতে ৭২ রান যোগ করেছেন যাশাভি জসওয়াল ও অধিনায়ক রোহিত। দুজনই প্রায় ওয়ানডে মেজাজে ব্যাট করেছেন। জুটি ভাঙে জসওয়ালের বিদায়ে। ৫২ বলে ৩৫ রান করেছেন ভারতীয় ওপেনার। তার সতীর্থ রোহিত ৬৩ বলে ৫২ রানে বিদায় নেন।
দুই ওপেনারই ফিরেছেন দলীয় শতকের আগে। পরে ইনিংস মেরামতের কাজ শুরু করেন বিরাট কোহলি ও সরফরাজ। দুজন মিলে ১৩৬ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙে কোহলির বিদায়ে। শতকের আভাস নিয়ে ফিরেছেন তিনি। ১০২ বলে ৭০ রানে আউট হন কোহলি। ৭৮ বলে ৭০ রানে অজেয় আছেন সরফরাজ।
এর আগে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি তুলে নেন ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার রাচিন রবিন্দ্র। আগের দিন ডেভন কনওয়ে ফিরেছেন ৯১ রানে। এই দুজনের ব্যাটিং দৃঢ়তায় দলীয় সংগ্রহ চার শ’ ছাড়িয়েছে নিউজিল্যান্ড। অবদান রেখেছেন টিম সাউদিও। নয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ৭৩ বলে ৬৫ রানের ঝড় তোলেন এই পেসার।
নিউজিল্যান্ডের প্রথম ইনিংস তিন শ’র আগেই গুটিয়ে যাওয়ার আশঙ্কা জেগেছিল। কিন্তু সাউদি ও রবিন্দ্র অষ্টম উইকেট জুটিতে পথ দেখান দলকে। দুজনই ব্যাট চালিয়েছেন প্রায় টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেছেন। ১৩২ বলে তাদের জুটি ছিল ১৩৭ রানের। দুজনই ইনিংসে চারটি করে ছক্কা মেরেছেন। রবিন্দ্রর চার ছিল ১৩টি; পাঁচটি সাউদির।
ভারতের পক্ষে তিনটি করে উইকেট নেন কুলদীপ যাদব ও রবিন্দ্র জাদেজা। দুটি মোহাম্মদ সিরাজ। একটি করে শিকার জাসপ্রিত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিনের। পক্ষান্তরে, আজ ভারতের দুটি উইকেট নিয়েছেন এজাজ প্যাটেল। প্রথম ইনিংসে তিনি অবশ্য কোনো উইকেট পাননি। ম্যাট হেনরি পাঁচটি ও উইলিয়াম ওরুরকে চারটি উইকেট নিয়েছিলেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস : ৪৬
নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ৯১.৩ ওভার ৪০২ (আগের দিন ১৮০/৩) (রাচিন ১৩৪, মিচেল ১৮, ব্লান্ডেল ৫, ফিলিপস ১৪, হেনরি ৮, সাউদি ৬৫, এজাজ ৪, ও’রোক ০*; বুমরাহ ৪১/১, সিরাজ ৮৪/২, অশ্বিন ৯৪/১, কুলদিপ ৭২/৩, জাদেজা ৭২/৩)
ভারত দ্বিতীয় ইনিংস : ৪৯ ওভার ২৩১/৩ (জয়সওয়াল ৩৫, রোহিত ৫২, কোহলি ৭০, সারফারাজ ৭০*; সাউদি ২২/০, হেনরি ৫২/০, ও’রোক ৪৮/০, এজাজ ৭০/২, ফিলিপস ৩৬/১)।
"