ক্রীড়া প্রতিবেদক
সাকিবকে ফেরাতে ভক্তদের স্লোগান
ঘরের মাটিতে দেশের মানুষের সামনে বিদায়ি টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তাকে রেখে তাই মিরপুর টেস্টের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আমেরিকা থেকে দেশের উদ্দেশে রওনাও করেছিলেন সাকিব। কিন্তু দুবাই আসার পর ঘটল বিপত্তি। বিক্ষুব্ধদের আন্দোলনের মুখে তাকে ঢাকায় ফিরতে নিরুৎসাহিত করেন বিসিবি সভাপতি। গত বৃহস্পতিবার সাকিবকে নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। যত সময় গড়াচ্ছিল, ততই সাকিবের দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ হচ্ছিল। এর মধ্যেই কয়েকটি গণমাধ্যমের সঙ্গে আলাপে দেশে না ফেরার ইঙ্গিত দেন সাকিব। পরবর্তী সময়ে কোথায় যাব, জানি না। তবে এটা প্রায় নিশ্চিত, আমি দেশে ফিরছি না। এদিকে গতকাল শুক্রবার সাকিব আল হাসানকে দলে চেয়ে বিভিন্ন স্লোগান দেন তার ভক্তরা। রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে গতকাল জড়ো হন কিছু সাকিব-ভক্ত। সেখানে তারা নানা স্লোগান দিতে থাকেন। শুরু করেন ‘সাকিব, সাকিব’ সাকিব’ দিয়ে। এরপর বলতে থাকেন, ‘ উই ওয়ান্ট সাকিব।’ আগামী ২১ অক্টোবর মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার কথা ছিল সাকিবের। কিন্তু রাজনৈতিক পালবদলে জনগণের ক্ষোভের মুখে পড়েন তিনি। এতে তৈরি হয় নিরাপত্তা শঙ্কা। শেষ পর্যন্ত সাকিবকে দেশে আসতে নিষেধ করে সরকার ও বিসিবি। ফলে দুবাই পর্যন্ত এসেও আমেরিকা ফিরে যেতে হয় সাকিবকে।
"