ক্রীড়া ডেস্ক
কোয়ার্টারে স্পেন
হতাশ রোনালদোর পর্তুগাল
দাপুটে জয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। পরশু রাতে সার্বিয়ার বিপক্ষে ৩-০ গোলের দর্শনীয় জয় তুলে নিয়েছেন লুইস এনরিকের শিষ্যরা। অন্যদিকে হতাশার স্বাদ পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। স্কটল্যান্ডের বিপক্ষে ০-০ গোলে ড্র করেছে তারা। নেশন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পা রাখলো। এর আগে জার্মানিও একই পয়েন্ট নিয়ে শেষ আটে জায়গা করে নেয়।
কর্ডোবার বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্প্যানিশ দলের দুই উইং তারকা লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস মাঠের বাইরে ছিলেন। তবে তাদের অনুপস্থিতি ভুলিয়ে দিয়ে দলকে এগিয়ে নিয়ে যান অভিজ্ঞরা। প্রথমার্ধে আইমেরিক ল্যাপোর্তের হেডে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতে আলভারো মোরাতা পেনাল্টি মিস করলেও ৬৫ মিনিটে অধিনায়ক মোরাতা ব্যবধান দ্বিগুণ করেন। এরপর অলিম্পিক স্বর্ণজয়ী স্প্যানিশ দলের তারকা ও ইউরো অভিজ্ঞ আলেক্স বায়েনা ফ্রিকিক থেকে দলের জয় নিশ্চিত করেন। খেলার শেষ দিকে রক্ষণভাগের খেলোয়াড় স্ট্রহিনজা পাভলোভিচকে লাল কার্ড দেখানোর পর ১০ জন খেলোয়াড় নিয়ে খেলা শেষ করে সার্বিয়া। ‘আমরা আরেকটি ফাইনাল পর্বে খেলব, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা সহজ মনে হতে পারে কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় আমরা সব ফাইনাল পর্বে খেলেছি এবং এটা প্রশংসার দাবি রাখে,’ রাষ্ট্রীয় টেলিভিশন টিভিইকে বলেন মোরাতা।
এদিকে হ্যাম্পডেনে স্কটল্যান্ডের সঙ্গে ড্র করে প্রথমবারের মতো পয়েন্ট হারালো পর্তুগাল। ২১৬তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ক্যারিয়ারের ২০০তম ম্যাচে দেশের হয়ে অধিনায়কত্ব করেন রোনালদো। প্রায় ২১ বছর আগে প্রথম ম্যাচ খেলেছিলেন। পর্তুগালের জার্সিতে সর্বোচ্চ ১৩৩ গোলের রেকর্ড গড়া ৩৯ বছর বয়সি এ তারকা এ ম্যাচে গোলের দেখা পাননি। রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের শেষ দিকে ব্রুনো ফার্নান্ডেসের বল রক্ষা করেন স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেগ গর্ডন। এ ড্রয়ের ফলে নেশন্স লিগের শীর্ষ স্তরে প্রথম পয়েন্ট পেল স্কটল্যান্ড ।
এ ফলে টানা চারটি প্রতিযোগিতামূলক ম্যাচে পরাজয়ের ধারা ভাঙে স্কটল্যান্ডের। দিনের অন্যান্য ম্যাচ গ্রুপের তলানিতে থাকা সুইজারল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর স্পেনের সঙ্গে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে ডেনমার্ক। ওয়ারসোয় পোল্যান্ডের বিপক্ষে ৩-৩ গোলে রোমাঞ্চকর ড্র করার পর গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া। তৃতীয় স্তরের লিগ সি-তে, বেলফাস্টে বুলগেরিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয়লাভ করে গ্রুপ ৩-এ শীর্ষস্থান দখল করেছে উত্তর আয়ারল্যান্ড। একই গ্রুপে বেলারুশ ও লুক্সেমবুর্গের মধ্যে ১-১ গোলে ড্র হয়। গ্রুপ সি২-তে রোমানিয়া লিথুয়ানিয়াকে এবং কসোভো সাইপ্রাসকে পরাজিত করে।
"