ক্রীড়া প্রতিবেদক
শেষ হলো মাহমুদউল্লাহর টি-টোয়েন্টির অধ্যায়
বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে এক যুগের সমাপ্তি টেনে গতকাল শনিবার এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। ‘পঞ্চপা-ব’ নামে পরিচিত বাংলাদেশ ক্রিকেট দলের পাঁচ তারকা ক্রিকেটারের সবাই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। এর আগে মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং মাশরাফি বিন মুর্তজা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। সাকিব আল হাসানও জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন জানিয়ে দিয়েছিলেন, সেটিই ছিল তার শেষ বিশ্বকাপ।
শনিবার ভারতের হায়দরাবাদে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটিই মাহমুদউল্লাহর শেষ টি-টোয়েন্টি। এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটের টি-টোয়েন্টি অধ্যায়ের একটি চক্র পূর্ণ হলো।
৩৮ বছর বয়সি এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তারপরই আছেন ১২৯ ম্যাচে অংশগ্রহণকারী সাকিব।১৪০ ম্যাচে ১২৯ ইনিংসে ব্যাট করে ২,৪৩৬ রান করেছেন মাহমুদউল্লাহ। তার ব্যাটিং গড় ২৩.৬৫, স্ট্রাইক রেট ১১৭.৫১, আটটি অর্ধশতক রয়েছে তার ঝুলিতে।
এক দিনের আন্তর্জাতিক ম্যাচে তাকে সাধারণত ৬ নম্বর অথবা ৭ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামতে দেখা যেত। টি-টোয়েন্টিতেও তিনি কিছুটা নিচের দিকে ব্যাটিং করতেন। মাহমুদউল্লাহ ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন, যা একজন অধিনায়ক হিসেবে সর্বাধিক।
"