ক্রীড়া ডেস্ক

  ০৪ অক্টোবর, ২০২৪

অ্যাস্টন ভিলা চমকের রাতে জিতল লিভারপুল

প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে গোলের চেষ্টা করে গেল বায়ার্ন মিউনিখ। মিলল না কাঙ্ক্ষিত ফল। উল্টো বদলি নেমে দৃষ্টিনন্দন এক গোলে ব্যবধান গড়ে দিলেন জন দুরান। অবিশ্বাস্য এক জয়ের আনন্দে মাতোয়ারা হলো অ্যাস্টন ভিলা। নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে ম্যাচটি ১-০ গোলে জিতেছে ভিলা। ভিলা পার্কে ৭০ মিনিটে অলি ওয়াটকিন্সকে তুলে দুরানকে নামান কোচ। মাঠে নামার আট মিনিটের মাথায় পজিশন ধরে রাখা ও আক্রমণে এগিয়ে থাকা বায়ার্নকে হতভম্ব করে দেন তিনি। নিজেদের সীমানা থেকে সতীর্থের থ্রু পাস পেয়ে, সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের বাধা সামলে দূর থেকে প্রথম ছোঁয়ায় বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন কলম্বিয়ার ফরোয়ার্ড দুরান। এদিকে নিজেদের আঙিনায় ম্যাচে আধিপত্য করল লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোলের দেখা পেলেন আলেক্সিস মাক আলিস্তের। চমৎকার একটি গোল উপহার দিলেন মোহামেদ সালাহ। বোলোনিয়াকে হারিয়ে শতভাগ জয়ের ধারা ধরে রাখল লিভারপুল। অ্যানফিল্ডে বুধবার রাতে লিগ পর্বে ইতালিয়ান দলটির বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্না স্লটের দল।

বদলি নেমে গোল করাটাকে যেন নিয়মে পরিণত করে ফেলেছেন ২০ বছর বয়সী এই ফুটবলার। এভাবে চলতি মৌসুমে এই নিয়ে পাঁচটি গোল করলেন তিনি। ভিলার স্মরণীয় এই জয় মনে করিয়ে দিচ্ছে তাদের চার দশক আগের সেরা সাফল্যকে; ১৯৮২ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে বায়ার্নকে হারিয়েই প্রথম ও শেষবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল। পরের আসরেও ছিল তারা। এরপর দীর্ঘ খরা কাটিয়ে এবারই ফিরেছে তারা ইউরোপ সেরার মঞ্চে।

স্বপ্নের প্রতিযোগিতায় ফিরে দারুণ ছন্দে এগিয়েও যাচ্ছে দলটি। ইয়াং বয়েজের মাঠে ৩-০ গোলে জিতে আসর শুরুর পর, এবার ঘরের মাঠে সমর্থকদের অবিস্মরণীয় জয় উপহার দিল ইংলিশ ক্লাবটি। পয়েন্ট টেবিলেও বড় লাফ দিয়েছে ভিলা। দুই ম্যাচে শতভাগ সাফল্যে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে তারা। আরো ছয়টি দলের পয়েন্টও সমান ৬। গোল ব্যবধানে এগিয়ে সবার ওপরে বরুশিয়া ডর্টমুন্ড। দিনামো জাগরেবকে ৯-২ গোলে বিধ্বস্ত করে যাত্রা শুরু করা বায়ার্ন ৩ পয়েন্ট নিয়ে আছে ১৫ নম্বরে।

শুরুতে মাক আলিস্তের দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। এক মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরে প্রথম ম্যাচে এসি মিলানকে ৩-১ গোলে হারানো লিভারপুল পেল টানা দ্বিতীয় জয়। লিভারপুলের প্রথম কোচ হিসেবে দায়িত্বের প্রথম ৯ ম্যাচের ৮টি জয়ের কীর্তি গড়লেন স্লট। একাদশ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। সালাহর পাসে দূরের পোস্টে পায়ের টোকায় গোলটি করেন মাক আলিস্তের। আর্জেন্টিনার হয়ে আগেই বিশ্বকাপ ও কোপা আমেরিকা জেতা এই মিডফিল্ডার চ্যাম্পিয়ন্স লিগে নিজের দ্বিতীয় ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন। ৩২ মিনিটে সমতায় ফিরতে পারত বোলোনিয়া। সুইস উইঙ্গার এনডয়ের কাছ থেকে নেওয়া শট পোস্টে লাগে। পরের মিনিটে কাসপের আর্বানস্কির শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন লিভারপুল গোলরক্ষক আলিসন। প্রথমার্ধের মতো অতটা দাপট দ্বিতীয়ার্ধে দেখাতে পারেনি লিভারপুল। তবে ৭৫ মিনিটে সালাহর দুর্দান্ত গোলে ঠিকই ব্যবধান দ্বিগুণ করে ফেলে তারা। দমিনিক সোবোসলাইয়ের পাস ডান দিকে পেয়ে, বক্সে ঢুকে একজনকে কাটিয়ে বাঁ পায়ের শটে ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন মিসরীয় ফরোয়ার্ড।

চলতি মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে তার গোল হলো ৬টি, অ্যাসিস্ট আছে ৫টি। চ্যাম্পিয়ন্স লিগে সালাহর গোল হলো ৪৯টি। আরো ছয় দলের সঙ্গে সমান ৬ পয়েন্ট লিভারপুলের, গোল ব্যবধানের হিসাবে পঞ্চম স্থানে আছে তারা। শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড। আগামীকাল শনিবার প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close