ক্রীড়া ডেস্ক

  ০৩ অক্টোবর, ২০২৪

দল নিয়ে গর্বিত গার্দিওলা

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পুনরুদ্ধারের অভিযান বিজয়ীর বেশে করতে না পারার হতাশা দ্বিতীয় ম্যাচেই কাটিয়ে উঠেছে ম্যানচেস্টার সিটি। জয়ও পেয়েছে দাপুটে ঢংয়ে, স্লোভান ব্রাতিস্লাভাকে গোলবন্যায় ভাসিয়ে। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার পর দলের নিয়ে গর্বিত ইংলিশ ক্লাবটির কোচ পেপ গার্দিওলা। শক্তিতে অনেক পিছিয়ে থাকা স্লোভাকিয়ার দলটিকে তাদেরই মাঠে মঙ্গলবার ৪-০ গোলে হারায় সিটি। সাবেক চ্যাম্পিয়নদের হয়ে গোলগুলো করেন ইলকাই গিন্দোয়ান, ফিল ফোডেন, আর্লিং হালান্ড ও জেমস ম্যাকাটি।

ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র করে ইউরোপ সেরার প্রতিযোগিতায় পথচলা শুরু হয় সিটির। সেখানে থেকে ঘুরে দাঁড়িয়ে প্রথম জয়ে যেন একটু বেশিই উচ্ছ্বসিত গার্দিওলা। এই খেলোয়াড়রা সবাই দুর্দান্ত। আমরা ভালো একটি ম্যাচ খেলেছি, অনেক সুযোগ পেয়েছি এবং আসরে প্রথম তিন পয়েন্ট পেয়েছি। বড় ব্যবধানে জয়ের পর পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে সিটির। আর্সেনাল, ইন্টার মিলান, স্পার্তা, স্পোর্তিংয়ের সমান ৪ পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে আছে তারা। গার্দিওলা অবশ্য এখনই এই বিষয়ে ভাবতে চান না। তার মতে, জিতলেই মূল লক্ষ্য পূরণ হবে। গোল পার্থক্য নিয়ে আমি ভাবছি না, ম্যাচ জিতলেই যথেষ্ট হবে। আজকে প্রথম জয় পেয়েছি, টেবিল একটু উঁচুতে উঠতে পেরেছি, তাই এটা দারুণ। প্রিমিয়ার লিগে গত শনিবার নিউক্যাসলের বিপক্ষে ১-১ ড্র করা ম্যাচে গিন্দোয়ানের পারফরম্যান্স একদমই ভালো লাগেনি গার্দিওলার। তবে ব্রাতিস্লাভা ম্যাচ কোচের মন জয় করে নিয়েছেন জার্মান মিডফিল্ডার।

‘সম্ভবত আট-নয় বছরের মধ্যে সেদিন (নিউক্যাসলের বিপক্ষে) তার পারফরম্যান্স ছিল সবচেয়ে বাজে। সে আজ অসাধারণ খেলেছে।’ গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ গোল করা ফোডেনের এই মৌসুমে শুরুটা ভালো হয়নি। ব্রাতিস্লাভার বিপক্ষে গোলটি মৌসুমে তার প্রথম। তবে ইংলিশ এই ফুটবলারকে নিয়ে আশার আলো দেখছেন গার্দিওলা ।দারুণ একটি গোল করেছে সে, স্রেফ পোস্টে বল পাস করেছে। আমি সবসময় বলি ‘বল পোস্টে পাস দাও, শট নয়, তুমি আরও সুযোগ পাবে’। তবে, হ্যাঁ, ধাপে ধাপে এটি (ফোডেনের ছন্দ) ফিরে আসছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close