ক্রীড়া ডেস্ক
রিয়ালের জোড়া ধাক্কা
ঠিক যেন গত মৌসুমের পুনরাবৃত্তি হচ্ছে। গত মৌসুমের শুরুতেই রিয়াল মাদ্রিদকে পেয়ে বসেছিল একের পর এক ইনজুরি। চলতি মৌসুম শুরুর দিকেও চোটের মিছিল লেগেছে কার্লো আনচেলত্তির দলে। ইনজুরির তালিকায় সর্বশেষ যুক্ত হলো কিলিয়ান এমবাপ্পে ও থিবাউট কোর্তোয়ার নাম। এ মৌসুমে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এ নিয়ে দ্বিতীয় দফায় ইনজুরিতে পড়েছেন ফরাসি ফরওয়ার্ড। রাতে মাদ্রিদ ডার্বিতে ঊরুর মাংসপেশিতে চোট পান এমবাপ্পে। ওই ম্যাচে শুধু দলের সেরা তারকাই নয়, রিয়াল মাদ্রিদ হারিয়েছে মহামূল্যবান ১ পয়েন্টও। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে এডার মিলিতাওর গোলের ওপর দাঁড়িয়ে জয়ের অপেক্ষায়ই ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল হজম করায় জয় হাতছাড়া হয়ে যায় লস ব্ল্যাঙ্কোসদের। ম্যাচ ড্র হয় ১-১ গোলে। পরে জোড়া দুঃসংবাদ শুনতে হয় ক্লাবের ভক্তদের। আশার কথা হচ্ছে, এমবাপ্পে কিংবা কোর্তোয়া কারোরই ইনজুরি গুরুতর নয়। তিন সপ্তাহের মধ্যে শতভাগ ফিট হয়ে উঠবেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও এএস মোনাকোর সাবেক ফরওয়ার্ড। সবকিছু ঠিক থাকলে আসছে আন্তর্জাতিক ফুটবল বিরতির পর মাঠে ফিরবেন এমবাপ্পে। সোমবার রাতে এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। এমবাপ্পের আগেই ফেরার সম্ভাবনা রয়েছে গোলরক্ষক কোর্তোয়ার। দুজনই আগামী বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিলেঁর বিপক্ষের ম্যাচ মিস করবেন।
এরপর লা লিগার ম্যাচও মিস করতে পারেন তারা। আপাতত এমবাপ্পে ও কোর্তোয়া যোগ দিচ্ছেন ব্রাহিম দিয়াজ, ড্যানি কেবোলাস ও ডেভিড আলবার সঙ্গে চোটের মিছিলে। প্রত্যেকেই এখন লড়ছেন ইনজুরির সঙ্গে।
"