ক্রীড়া ডেস্ক

  ০২ অক্টোবর, ২০২৪

পিচ বিতর্ক : শাক দিয়ে মাছ ঢাকল ভারত

কানপুরে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্টে শুরু থেকেই ভুগিয়েছে বৃষ্টি। প্রথম দিন খেলা হয়েছে স্রেফ ৩৫ ওভার। পরের দুদিন তো বল মাঠেই গড়ায়নি। মাঠ ভেজা থাকায় বৃষ্টি না হওয়ার পরও তৃতীয় দিনে খেলা শুরু করা সম্ভব হয়নি। এ নিয়ে তুমুল বিতর্ক চলছে। এ বিতর্ক এড়াতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজিব শুক্লা। পিচ নিয়ে প্রশ্ন উঠতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম প্রসঙ্গ টেনে আনলেন তিনি। রাজিব ইঙ্গিত দিলেন নিলামের ভেন্যু পরিবর্তনের।

এরই মধ্যে নিলামের নিয়মকানুন প্রকাশ করেছে বিসিসিআই। সোমবার নিলামের ভেন্যু নিয়ে বোর্ডের সহসভাপতি রাজিব বলেন, ‘দেশ কিংবা বিদেশ দুই জায়গায়ই বিকল্প রাখা আছে। আগের দুটি নিলাম দুবাইয়ে সফলভাবে আয়োজন করা হয়েছে। এতে প্রবাসী সমর্থকদেরও পাশে থাকা যায়।’ রাজিব যোগ করেন, ‘আমরা সবসময়ই সমর্থকদের সমর্থন পেয়ে আসছি। (বিদেশে) ম্যাচ আয়োজন না করতে পারলেও এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। এতে ভক্তদেরও উৎসাহ বাড়ে। বিষয়টি মাথায় রেখে আমরা নিলামের বিকল্প ব্যবস্থা করে রেখেছি।’

অবশ্য নিলামের ভেন্যু পরিবর্তনের বিষয়টিতে জোর দিলেও সংবাদমাধ্যমের চাপের মুখে একপর্যায়ে কানপুর টেস্টের ভেন্যু থেকে পানি অপসারণ ব্যর্থতা নিয়ে যে সমালোচনা হচ্ছে, সেটি নিয়ে কথা বলতে হয়েছে বিসিসিআই কর্তাকে। তিনি দোহাই দিচ্ছেন বাস্তবতার। সংবাদমাধ্যমকে রাজিব বলেন, ‘বোর্ডের সঙ্গে থাকায় আমরা সমালোচনায় অভ্যস্ত হয়ে পড়েছি।

কিন্তু সাম্প্রতিককালে সব বিষয় নিয়েই সমালোচনা হচ্ছে। কানপুরে ম্যাচ না দিলেও সমালোচনা শুনতে হয়। এখন ম্যাচ দেওয়ার পরও সমালোচনা হচ্ছে। এ মাঠ ৮০ বছরের পুরোনো। আগে এখানে নিয়মিত টেস্ট হতো। কিন্তু ৮০ বছরের মধ্যে এবার এত বৃষ্টি হয়েছে বলেই খেলা হয়নি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close