ক্রীড়া ডেস্ক

  ০১ অক্টোবর, ২০২৪

চাকরি হারানো নিয়ে উদ্বিগ্ন নন টেন হাগ

নতুন মৌসুমের শুরু থেকেই নিজেদের হারিয়ে খুঁজছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত রবিবার রাতে আরো একটি ম্যাচ হেরে বসল রেড ডেভিলসরা। ওল্ড ট্রাফোর্ডে এসে ম্যানইউকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে টটেনহাম হটস্পার। ইংলিশ লিগের চলতি মৌসুমে এটা ম্যানইউর তৃতীয় হার। তাতে দিন দিন চাপ বাড়ছে কোচ এরিক টেন হাগের ওপর। ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে জাগছে প্রবল শঙ্কা। যদিও চাকরি হারানো নিয়ে একদমই ভাবছেন না এ ডাচ কোচ। ২০২৩-২৪ মৌসুমে ক্লাবের ইতিহাসে লিগে সবচেয়ে বাজে সময় কাটায় ম্যানইউ। ৩৮ ম্যাচে ১৮ জয় ও ১৪ হারে অষ্টম হয়ে মৌসুম শেষ করে তারা। এবারও তাদের শুরুটা হয়েছে হতাশাজনক। ৬ ম্যাচের স্রেফ দুটি জেতা দল আছে দ্বাদশ স্থানে। সব মিলিয়ে মৌসুমে ৮ ম্যাচে তাদের জয় মাত্র তিনটি। সর্বশেষ ম্যাচেও যাচ্ছেতাই খেলেছে ম্যানইউ। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গত রবিবার টটেনহামের বিপক্ষে হেরেছে ৩-০ গোলে। ম্যাচের প্রথমার্ধে অবশ্য অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসকে হারায় তারা। তবে ১০ জনের দলে পরিণত হওয়ার আগেও তাদের পারফরম্যান্সে ছিল না ধার। ম্যানইউর এমন হতশ্রী পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই টেন হাগের ওপর চাপ বেড়ে গেছে বহুগুণ। টটেনহাম ম্যাচ শেষে চাকরি নিয়ে উদ্বিগ্ন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এটা (চাকরি হারানো) নিয়ে ভাবছি না। এরপর তাকে নিয়ে মালিকপক্ষের ভাবনার বিষয়ে আভাস দেওয়ার চেষ্টা করেন। সঙ্গে যোগ করেন, নিজেদের সেরা ছন্দে ফিরে পেতে আরো কিছুটা সময় লাগবে ম্যানইউর। (গ্রীষ্মে) সুস্পষ্ট পর্যালোচনা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কোথায় উন্নতি করতে হবে এবং কীভাবে আমরা একটি স্কোয়াড গঠন করতে চাই, তবে আমরা জানতাম এসবের জন্য কিছুটা সময় লাগবে।’

আমাদের কিছুটা সময় দরকার। আমরা সবাই একসঙ্গে একই ভাবনায় আছি। মালিকপক্ষ, স্টাফ এবং খেলোয়াড়রাও। আমার সেই (চাকরি হারানোর) উদ্বেগ নেই। স্বাগতিকদের হতাশার এখানেই শেষ নয়। ম্যাচটা তারা শেষ করেছে ১০ জনের দল নিয়ে। মহারণের ভাগ্য একরকম নির্ধারণ হয়ে গেছে তাতেই। একজন কম নিয়ে উজ্জীবিত টটেনহামের সঙ্গে পেরে ওঠেনি লিগের ইতিহাসে সবচেয়ে সফল দলটি। প্রথমার্ধেই জয় প্রায় নিশ্চিত হয়ে যায় উত্তর লন্ডনের ক্লাবটির। টটেনহাম খেলতে নেমেছে ফরওয়ার্ড সন হিয়ুং-মিনকে ছাড়াই। তবু গোলের জন্য ভাবতে হয়নি স্পার্সদের। স্রেফ ৩ মিনিটে গোল করে টটেনহামকে এগিয়ে দেন ব্রেন্নান জনসন। শুরুর ধাক্কা সামলে উঠতে ম্যানইউ লড়াই চালিয়ে যায়। কিন্তু বিরতির কয়েক মিনিট আগে আরো বড় ধাক্কা খায় স্বাগতিকরা।

৪২ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন ম্যানইউ অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। অহেতুক জেমস ম্যাডিসনকে ফাউল করে মাঠ থেকে বহিষ্কার হন পর্তুগিজ মিডফিল্ডার। কার্যত ম্যাচটা শেষ হয়ে গেছে ওখানেই। বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করেন সুইডিশ ফরওয়ার্ড দেইয়ান কুলুসেভস্কি। আধাঘণ্টা পর ফের কেঁপে উঠে ম্যানইউর জাল। এবার গোল করেন ডমিনিক সোলাঙ্কি। এ হারে রেড ডেভিলস প্রধান কোচ এরিক টেন হাগের ভবিষ্যৎ নিয়ে দেখা দিল সংশয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডাচ কোচ জানান, চাকরি নিয়ে চিন্তিত নন তিনি। প্রশ্ন হচ্ছে, টেন হাগ নির্ভার থাকতে পারবেন তো? ম্যানইউ কিছুটা হয়তো লড়াই করতে পারত। কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। প্রথমার্ধের শেষ দিকে দলটির আর্জেন্টাইন ফরওয়ার্ড আলেজান্দ্রো গারনাচোর জোরাল ভলি টটেনহামের পোস্টে লেগে ফিরে আসে। তখনো ১১জন নিয়েই খেলছিল ম্যানইউ। একটু পর ফার্নান্দেজকাণ্ড ম্যাচ থেকে ছিটকে দেয় তাদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close